‘কেজিএফ’-খ্যাত কন্নড় অভিনেতার মৃত্যু
বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
জনপ্রিয় ও প্রবীণ কন্নড় অভিনেতা হরিশ রাই আর নেই। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম।
জনপ্রিয় ও প্রবীণ কন্নড় অভিনেতা হরিশ রাই আর নেই। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছে একাধিক ভারতীয় গণমাধ্যম।
জানা গেছে, দীর্ঘদিন ধরে থাইরয়েড ক্যান্সারে ভুগছিলেন এই অভিনেতা। মৃত্যুর সময় তিনি বেঙ্গালুরুর কিডওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ক্যান্সার তার পেট ও উদর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল, ফলে তার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। খবর বলিউড লাইফ-এর।
হরিশ রাই কন্নড় সিনেমার এক শক্তিশালী অভিনেতা হিসেবে পরিচিত ছিলেন। তার অভিনীত চরিত্রগুলো দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। বিশেষ করে ‘ওম’ সিনেমায় ‘ডন রাই’ এবং ‘কেজিএফ’ সিরিজে ‘চাচা’ চরিত্রে তিনি ব্যাপক প্রশংসা পান।
অভিনেতা রেখে গেছেন স্ত্রী ও দুই পুত্রকে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি. কে. শিবকুমার।
তিনি বলেন, ‘কন্নড় সিনেমার প্রখ্যাত খলনায়ক হরিশ রাইয়ের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গন এক অসীম শূন্যতায় পড়ল। তিনি ‘ওম’, ‘হ্যালো ইয়ামা’, ‘কেজিএফ’ ও ‘কেজিএফ ২’-এ অনবদ্য অভিনয় করেছেন। তার আত্মার শান্তি কামনা করি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাই। ওম শান্তি।’
এর আগে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে হরিশ রাই চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছিলেন। সেখানে তিনি জানান, চিকিৎসার খরচ অত্যন্ত বেশি—একেকটি ইনজেকশনের দাম প্রায় সাড়ে তিন লাখ রুপি, পুরো চিকিৎসার ব্যয় প্রায় ৭০ লাখ রুপি।
সেই ভিডিওতে তিনি ‘কেজিএফ’ তারকা যশ-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘যশ আগেও আমাকে সাহায্য করেছে। আমি তাকে বিরক্ত করতে চাইনি, তাই অসুস্থতার কথা জানাইনি। কিন্তু জানি, সে জানলে অবশ্যই সাহায্যের হাত বাড়াত। আমি আমার পরিবারকে বলেছি, কিছু হলে যেন যশকে জানায়—কারণ সে কখনও মুখ ফিরিয়ে নেবে না।’
হরিশ রাই কন্নড়ের পাশাপাশি তামিল ও তেলুগু সিনেমাতেও অভিনয় করেছেন। তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে ‘ওম’, ‘সামারা’, ‘জোড়িহাক্কি’, ‘রাজ বাহাদুর’, ‘সঞ্জু ওয়েডস গীতা’, ‘বেঙ্গালুরু আন্ডারওয়ার্ল্ড’, ‘স্বয়ম্বরা’, ‘নাল্লা’ এবং ‘কেজিএফ’ সিরিজ।