আটপাড়ায় তেলিগাতী সরকারি কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
মোঃ আশিক মিয়া আটপাড়া -নেত্রকোনা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
‘মাদকমুক্ত তারুণ্য চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী সরকারি কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬শে অক্টোবর রোববার সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোনা-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
‘মাদকমুক্ত তারুণ্য চাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার আটপাড়া উপজেলার তেলিগাতী সরকারি কলেজে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৬শে অক্টোবর রোববার সকাল ১১টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নেত্রকোনা-এর উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কেন্দুয়া-আটপাড়া সার্কেল) মো. গোলাম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুল হক, তেলিগাতী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. লুৎফর রহমান, আটপাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আশরাফুজ্জামান, মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ মাসুম মিয়া এবং উপজেলা প্রেসক্লাবের সদস্য রফিক তালুকদার প্রমুখ।
বক্তারা বলেন, মাদক সমাজ ও জাতির জন্য একটি ভয়াবহ অভিশাপ। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে পরিবার, সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।