বাগেরহাটের ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে জেলা-উপজেলায় নির্বাচন অফিসের সামনে ধর্মঘট

আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:২৬, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

বাগেরহাট জেলার চারটি আসন বহালের দাবিতে জেলা-উপজেলা, নির্বাচন অফিস সামনে অবস্থান ধর্মঘট করেছে সর্বদলীয় সম্মিলিত সংগ্রাম  কমিটির নেতাকর্মীরা। 
 

বাগেরহাট জেলার চারটি আসন বহালের দাবিতে জেলা-উপজেলা, নির্বাচন অফিস সামনে অবস্থান ধর্মঘট করেছে সর্বদলীয় সম্মিলিত সংগ্রাম  কমিটির নেতাকর্মীরা। 


মঙ্গলবার  (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা জেলা সদর সহ ৯টি উপেলা  নির্বাচন অফিসের সামনে  অবস্থান ধর্মঘট করছে অফিসগুলোর দাপ্তরিক কার্যক্রম বন্ধ করে দিয়েছে। 


এ সময়ে বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে নানা স্লোগান দেয় অবস্থান ধর্মঘটকারীরা। 


এই অবস্থান ধর্মঘট কর্মসূচি জেলা শহরে বাগেরহাট ছাড়াও জেলার ৯টি উপজেলায়ও একইভাবে উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান নেন সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এই কর্মসূচি চলবে দুপুর একটা পর্যন্ত। 


এ অবস্থান ধর্মঘট চলাকালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সর্বদলীয় সম্মিলিত সংগ্রাম কমিটির কো চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, সদস্য সচিব ও জেলা জামাতের সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস, জেলা বিএনপির সদস্য সচিব শেখ মোজাফফর রহমান আলম, জেলা জামাতে নায়েবে আমি এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ,জেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক খাদেম নিয়ামুন নাসির আলাপ প্রমুখ।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়