বিএনপি রাজপথে নামলে এই সরকার টিকবে না: গয়েশ্বর
নিজস্ব প্রতিবেদক || বিএমএফ টেলিভিশন
বিএনপি রাজপথে নামলে এই অন্তর্বর্তী সরকার আর টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ।
রোববার (২৫ মে) দুপুরে চট্টগ্রামে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনএমসিটি) বিদেশি কোম্পানির কাছে হস্তান্তরের প্রতিবাদে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, "বিগত আমলে যারা লুটপাট করেছে, বর্তমান সরকার তাদের সে লুটপাট বন্ধ করতে পারেনি। বরং নানা সুবিধা দিয়ে তাদেরকে আরও প্রশ্রয় দিচ্ছে।"
তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ব্যক্তি নিজের রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে অন্যদের সুযোগ দিচ্ছেন এবং ক্ষমতায় দীর্ঘস্থায়ী হওয়ার চেষ্টা করছেন।
ছাত্রদের ঘন ঘন সরকারি দপ্তরে যাতায়াত নিয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড সরকারের ইঙ্গিতেই হচ্ছে, যা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।
এসময় গয়েশ্বর চন্দ্র রায় দাবি করেন, সরকারপ্রধান এনসিপির কর্মকাণ্ডে ক্ষুব্ধ হয়ে পদত্যাগের কথা বলেছেন, যদিও দলের আহ্বায়ক সে বিষয়ে কোনো মন্তব্য করেননি।
প্রতিবাদ সভায় বিএনপি ও সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।