তেঁতুলিয়ায় ৩৪৮ কেজি পোনা মাছ অবমুক্তকরণ

পঞ্চগড় প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:৫৭, বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিভিন্ন জলাশয়ে ৩৪৮ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে জেলা মৎস্য কর্মকর্তা ড.কে.এম আব্দুল হালিম ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু উপজেলা পরিষদ পুকুরের জলাশয়ে ৩০ কেজি পোনা অবমুক্ত করেন।

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিভিন্ন জলাশয়ে ৩৪৮ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে জেলা মৎস্য কর্মকর্তা ড.কে.এম আব্দুল হালিম ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু উপজেলা পরিষদ পুকুরের জলাশয়ে ৩০ কেজি পোনা অবমুক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, বিজিবি সদস্য, উপজেলা বিএনপির মৎস্যজীবি দলের সভাপতি আশিক ইকবাল, যুগ্ম সম্পাদক কুরবান আলীসহ বিভিন্ন সমিতির মৎস্য চাষিবৃন্দ।

মৎস্য কার্যালয় জানায়, তেঁতুলিয়া উপজেলার ২২টি জলাশয়ে ৩৪৮.৩৩ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। এরমধ্যে ৩০ কেজি পোনা উপজেলা পরিষদের পুকুরে ৩০ কেজি, তিরনইহাট ইউনিয়ন পরিষদ পুকরে ৩০ কেজি, শালবাহান ইউনিয়ন পরিষদ পুকুরে ১৭ কেজিসহ ২২টি জলাশয়ে পোনা মাছগুলো অবমুক্ত করা হয়েছে।

‎‎জেলা মৎস্য কর্মকর্তা ড.কে.এম আব্দুল হালিম বলেন, আজ আমরা তেঁতুলিয়ার বিভিন্ন জলাশয়ে পোনা অবমুক্ত করলাম। এখানকার মৎস্য কর্মকর্তা যথাযথ দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে মৎস্য উন্নয়নে পোনা মাছ অবমুক্তকরণ খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এ কার্যক্রমে স্থানীয় মাছ চাষ ও জলজ সম্পদের টেকসই ব্যবস্থাপনায় সহায়ক ভূমিকা রাখবে। পাশাপাশি শিক্ষিক বেকার তরুণরা মৎস্য চাষে আসলে তারা স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়