ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ-মিছিল ও অবস্থান কর্মসূচি

মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৫২, বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১২ ভাদ্র ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার ঘটনায় খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে ক্যাম্পাস।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার ঘটনায় খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভে ফেটে পড়েছে ক্যাম্পাস।

বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে ইবি শাখা ছাত্রদল অনুষদ ভবন থেকে মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে গিয়ে শেষ করে।

এসময় মিছিলে ‘বিচার বিচার বিচার চাই, সাজিদ হত্যার বিচার চাই, 'ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনিদের ফাঁসি চাই’, ‘তুমি কে আমি কে, সাজিদ সাজিদ; ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম; আওয়ামী লীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না; দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত; আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না; ইত্যাদি বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, “সাজিদ হত্যার পর থেকে ক্যাম্পাসজুড়ে ভয়ের পরিবেশ বিরাজ করছে। আমরা কুষ্টিয়ার এসপি ও ইবি থানার ওসির সঙ্গে কথা বলেছি। তাঁরা তদন্ত এগিয়ে নিচ্ছেন বলে জানিয়েছেন। তবে দ্রুত গ্রেপ্তার ছাড়া শিক্ষার্থীরা নিরাপদ বোধ করবে না। বিশ্ববিদ্যালয়কে নিরাপদ করতে হলে সিসি ক্যামেরা, পর্যাপ্ত লাইটিং এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে।”

তিনি আরও বলেন, “আওয়ামী ফ্যাসিস্টদের হাতে আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি। এই হত্যাকাণ্ডসহ প্রতিটি ঘটনার বিচার আমরা চাই। আইনিভাবেই তাদের জবাবদিহিতার মুখোমুখি করতে হবে।”

অন্যদিকে, সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এসময় ‘সাজিদ হত্যার বিচার চাই’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে?’ ‘৪০ দিন পেরিয়ে গেল, হিসাব কই?’ ‘রাষ্ট্রের কাছে জবাব চাই, খুনি কেন বাইরে?’ ‘বিচার কী ঢাবিই পাবে, ইবি পাবে না?’ ‘আমার নিরাপত্তা কোথায়?’ ইত্যাদি প্ল্যাকার্ড হাতে দেখা যায়।

কর্মসূচিতে বক্তারা বলেন, “সাজিদ হত্যার পর ৪০ দিন কেটে গেলেও খুনিরা এখনও ধরা পড়েনি। তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে, যা আমাদের সবার জন্য ভয়াবহ হুমকি। দ্রুততম সময়ে গ্রেপ্তার ও বিচার না হলে আন্দোলন ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে ছড়িয়ে পড়বে।”

তারা আরও সতর্ক করে বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা আমাদের ক্ষোভ বাড়াচ্ছে। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব।”

উল্লেখ্য, গত ১৭ জুলাই শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। পরে ভিসেরা রিপোর্টে প্রমাণিত হয়, তিনি শ্বাসরোধে নিহত হয়েছেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়