সুন্দরবন থেকে কোস্টগার্ডের অভিযানে প্রায় ৪ লক্ষ টাকার ৮৫০ কেজি অবৈধ কাঁকড় উদ্ধার,অবমুক্ত করা হতে পারে নদীতে
আবু-হানিফ,বাগেরহাট প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
আগামী ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ধরা, কাঁকড়া আহরণ ও পর্যটন নিষিদ্ধ হলেও অবৈধভাবে আহরিত ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জানা গেছে, উদ্ধার করা এসব কাঁকড়ার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।
আগামী ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ধরা, কাঁকড়া আহরণ ও পর্যটন নিষিদ্ধ হলেও অবৈধভাবে আহরিত ৮৫০ কেজি কাঁকড়া জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জানা গেছে, উদ্ধার করা এসব কাঁকড়ার বাজারমূল্য প্রায় ৩ লাখ ৮২ হাজার ৫০০ টাকা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসির ইবনে মুহসীন এই তথ্য জানান।
উদ্ধার করা কাঁকড়াগুলো আজ সকালে বনরক্ষীদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা দুপুরে উপজেলার বন আদালতে কাঁকড়াগুলো হস্তান্তর করেন।
এই বিষয়ে আদালতে বনবিষয়ক মামলার পরিচালক নাসির উদ্দীন সংবাদমাধ্যমকে বলেন, “আমরা আদালতের নির্দেশের অপেক্ষায় আছি। অনুমতি মিললে কাঁকড়াগুলো সুন্দরবনের নদীতে পুনরায় অবমুক্ত করা হবে।
মুনতাসির ইবনে মুহসীন জানান, সুন্দরবনের নদী ও খাল থেকে নিষিদ্ধ সময়ে কাঁকড়া শিকার করে ফিরছিলেন একদল জেলে। কোস্টগার্ডের টহল দল সেখানে পৌঁছালে জেলেরা দ্রুত ট্রলার তীরে ভিড়িয়ে পালিয়ে যান। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বন বিভাগের নিয়ম অনুযায়ী, ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ ধরা, কাঁকড়া আহরণ ও পর্যটন নিষিদ্ধ।