নওগাঁ সাপাহারে অগ্নিকান্ডে ৪টি পরিবারের সর্বস্ব পুড়ে শেষ

সোহেল রানা নওগাঁ প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:৫৭, শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নওগাঁর সাপাহার উপজেলার কাঁড়িয়াপাড়া গ্রামে অবস্থিত এখানে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি পরিবারের সর্বস্ব পুড়ে শেষ হয়ে গেছে।

নওগাঁর সাপাহার উপজেলার কাঁড়িয়াপাড়া গ্রামে অবস্থিত এখানে ভয়াবহ অগ্নিকান্ডে চারটি পরিবারের সর্বস্ব পুড়ে শেষ হয়ে গেছে।

সাপাহার উপজেলার সীমান্তবর্তী পাতাড়ী ইউনিয়নের কাঁড়িয়াপাড়া গ্রামের বাসিন্দা ভুক্তভোগী মাওলানা আলতাব হোসেন জানান,  প্রতিদিনের মতো গতকাল শুক্রবার দিবাগত রাতে পরিবারের সবাই ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক আড়াইটার দিকে তার বাড়ির চালে অগ্নিকান্ডের সৃষ্টি হয়। এসময় আগুনের লেলিহান শিখায় নিমিষেই তার নিজের ও তিন ছেলে আতিক বাবু,মেসবাউল হক,সাখাওয়াত হোসেন এর ঘর বাড়ি,আসবাবপত্র,ধান চাল,কাপড়চোপর,হাঁস মুরগী, টাকা পয়সা,পবিত্র কোরআন হাদিস,বিপুল পরিমানের ইসলামী বই পুস্তক সহ আনুমানিক ১৫/২০ লক্ষ টাকার সম্পদ পুড়ে যায়।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হতে পারে। তাৎক্ষণিক সাপাহার ফায়ার সার্ভিস অফিসে জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল যথা সময়ে ওই এলাকায় গেলেও কেবল মাত্র কাঁচা রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা খারাপের  কারনে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি নিয়ে তারা ঘটনাস্থলে যেতে পারেননি বলেও স্থানীয় লোকজন জানান। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবার গুলোর সহায়তার জন্য সবাইকে এগিয়ে আসার আহব্বান জানানো হয়েছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়