১৫ বছর পর ২জন শিক্ষক নিজ প্রতিষ্ঠানে যোগদান করলেন,২ জনের বয়সসীমা শেষ।

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৪৩, শনিবার, ২৩ আগস্ট, ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বিগত আওয়ামী শাসন আমলে হরিণাকুন্ডু,ঝিনাইদহ ছিল এক নির্যাতিত জনপদের নাম,যে নির্যাতন থেকে বাদ যায়নি মুক্তিযোদ্ধা, শিক্ষক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ, তেমনী ভাবে পুলিশ মার্ডার,ভাংচুর,  নাশকতা সহ বেশ কয়েকটি রাজনৈতিক মামলায় হিংসার বশবর্তী হয়ে ৪ জন শিক্ষক সহ আরো অনেক কে গ্রেফতার করে জেলে প্রেরণ ও চাকুরি থেকে সাসপেন্ড রাখা হয়,তাদের নায্য সরকারী সুবিধা থেকেও বঞ্চিত করা হয়।

বিগত আওয়ামী শাসন আমলে হরিণাকুন্ডু,ঝিনাইদহ ছিল এক নির্যাতিত জনপদের নাম,যে নির্যাতন থেকে বাদ যায়নি মুক্তিযোদ্ধা, শিক্ষক থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ, তেমনী ভাবে পুলিশ মার্ডার,ভাংচুর,  নাশকতা সহ বেশ কয়েকটি রাজনৈতিক মামলায় হিংসার বশবর্তী হয়ে ৪ জন শিক্ষক সহ আরো অনেক কে গ্রেফতার করে জেলে প্রেরণ ও চাকুরি থেকে সাসপেন্ড রাখা হয়,তাদের নায্য সরকারী সুবিধা থেকেও বঞ্চিত করা হয়।

 ১,কাজী আমিরুল ইসলাম ভবানিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ইতোমধ্যে চাকরির বয়সসীমা শেষ হয়েছে। ২,শামসুল আলম গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যাল। ৩,মোঃ আলাউদ্দিন,ভেড়াখালী সেনাতনপুর সরকারি প্রাঃ বিদ্যালয়। ৪,মোঃ রবিউল আলম,জটারখাল সঃ প্রঃ বিদ্যালয়,চাকুরির বয়সসীমা শেষ। ৫,আগস্টের পর তিনারা সকল মামলা থেকে বেকসুর খালাস পেয়েছেন, ২জন দীর্ঘ ১৫ বছর পর নিজ প্রতিষ্ঠানে পুনরায় যোগদান করেছেন। হরিণাকুন্ডু,ঝিনাইদহ।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়