৩০০ ফিট এলাকায় জরুরি স্বাস্থ্যসেবায় প্রস্তুত ১৭ অ্যাম্বুলেন্স

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:২৫, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫, ১০ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকা ও কুড়িল বিশ্বরোডে উৎসবমুখর আবহ তৈরি হয়েছে। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিতে এলাকায় বাড়ছে জনসমাগম। এই কর্মসূচিকে কেন্দ্র করে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকা ও কুড়িল বিশ্বরোডে উৎসবমুখর আবহ তৈরি হয়েছে। সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে আসা বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিতে এলাকায় বাড়ছে জনসমাগম। এই কর্মসূচিকে কেন্দ্র করে সমাবেশস্থল ও আশপাশের এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে একাধিক অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই কুড়িল বিশ্বরোড এলাকায় জড়ো হতে থাকেন দলটির নেতা-কর্মীরা। সমাবেশে অংশ নিতে আসা মানুষজনের স্বাস্থ্য নিরাপত্তা বিবেচনায় কুড়িল বিশ্বরোডসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে জরুরি চিকিৎসাসেবার ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সমাবেশস্থলে প্রস্তুত রাখা প্রতিটি অ্যাম্বুলেন্সে লেখা রয়েছে—‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জরুরি স্বাস্থ্যসেবা’। এসব অ্যাম্বুলেন্সে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জামও রাখা হয়েছে।

অ্যাম্বুলেন্সচালক সুমন জানান, মোট ১৭টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। সমাবেশ শুরুর আগে সবগুলো অ্যাম্বুলেন্স পূর্ণ প্রস্তুত অবস্থায় থাকবে। প্রতিটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মেডিকেল টিম নিয়োজিত থাকবে, যাতে কোনো নেতা-কর্মী অসুস্থ হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রয়োজনে নিকটবর্তী হাসপাতালে নেওয়া যায়।

এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিভিন্ন প্রস্তুতির চিত্রও চোখে পড়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়