স্পেনে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:১১, সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

স্পেনের দক্ষিণাঞ্চলে মালাগা ও মাদ্রিদগামী দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

স্পেনের দক্ষিণাঞ্চলে মালাগা ও মাদ্রিদগামী দুটি দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় প্রশাসনের আশঙ্কা, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, সোমবার (১৯ জানুয়ারি) স্পেনের কোরদোবার নিকটবর্তী আদমুজ শহরে এই দুর্ঘটনা ঘটে। মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন আচমকা লাইনচ্যুত হয়ে পাশের ট্র্যাকে চলে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক (মাদ্রিদ) থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেন সেখানে চলে এলে দুই ট্রেনের মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে দ্বিতীয় ট্রেনটিও লাইনচ্যুত হয়ে পড়ে।

রেল কর্মকর্তাদের তথ্যমতে, দুর্ঘটনার সময় ট্রেনটিতে প্রায় ৩০০ জন যাত্রী ছিলেন। মালাগা স্টেশন থেকে ছাড়ার মাত্র ১০ মিনিটের মাথায় এই বিপর্যয় ঘটে।

আন্দালুসিয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় এ পর্যন্ত ৭৩ জন আহত হয়েছেন। দেশটির পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক; তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

উদ্ধার কাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে বলেন, জীবিতদের উদ্ধার করতে তাঁদের স্তূপ হয়ে থাকা মরদেহের মধ্য দিয়ে পথ করে এগোতে হয়েছে। আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো এই ঘটনাকে একটি ‘দুঃস্বপ্ন’ হিসেবে বর্ণনা করেছেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছেন, দেশ আজ এক অত্যন্ত বেদনার রাত পার করছে।

পরিবহনমন্ত্রী দুর্ঘটনার কারণকে ‘অত্যন্ত অদ্ভুত’ বলে মন্তব্য করেছেন। কেন এবং কীভাবে ট্রেনটি লাইনচ্যুত হলো, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত শুরু হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়