স্টিভ জবসের মেয়ের রাজকীয় বিয়ে আজ, খরচ কত?

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:০৯, শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

প্রযুক্তি দুনিয়ার কিংবদন্তি স্টিভ জবসের কনিষ্ঠ কন্যা ইভ জবসের রাজকীয় বিয়ে আজ শনিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিয়ের আয়োজনে খরচ হচ্ছে প্রায় ৬৭ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮১ কোটি ৭৬ লাখ টাকারও বেশি।

প্রযুক্তি দুনিয়ার কিংবদন্তি স্টিভ জবসের কনিষ্ঠ কন্যা ইভ জবসের রাজকীয় বিয়ে আজ শনিবার (২৬ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিয়ের আয়োজনে খরচ হচ্ছে প্রায় ৬৭ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৮১ কোটি ৭৬ লাখ টাকারও বেশি।

২৭ বছর বয়সী ইভ জবস বিয়ে করছেন ২৬ বছর বয়সী ব্রিটিশ অলিম্পিয়ান হ্যারি চার্লসকে। বিয়ের অনুষ্ঠানটি হচ্ছে ইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের অভিজাত ‘এস্টেল ম্যানর’ হোটেলে।

এই রাজকীয় অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ ব্রিটিশ রাজপরিবারের সদস্যরাও। বিয়েতে সংগীত পরিবেশন করবেন বিশ্বখ্যাত শিল্পী স্যার এলটন জন।

স্টিভ জবস ও লরেন পাওয়েল জবসের মেয়ে ইভ ১৯৯৮ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালো অল্টোতে জন্মগ্রহণ করেন। তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করেছেন এবং বর্তমানে ফ্যাশন মডেল হিসেবে পরিচিত। ইভ ডিএনএ মডেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়াও, তার দুই বড় ভাই-বোন আছেন— এরিন ও রিড জবস।

বিয়েটিকে ঘিরে বিশ্বজুড়ে প্রযুক্তি ও ফ্যাশন দুনিয়ার পাশাপাশি রাজনীতি ও রাজপরিবারেরও নজর রয়েছে।

এক স্থানীয় ব্যক্তি জানান, ‘এটা পুরো কটসওল্ডস জুড়ে এক অভিজাত উৎসব হয়ে উঠেছে। বিশাল আকারের ভিআইপি ইভেন্ট হতে যাচ্ছে এটি।’

ইভ ও হ্যারি একে অপরকে ২০২২ সাল থেকে চেনেন এবং ২০২৩ সালে প্যারিস অলিম্পিকে প্রথম একসাথে জনসম্মুখে দেখা দেন। বিয়ের ঘোষণাটি আসে গত সেপ্টেম্বরে। আর আজ তাদের স্বপ্নের দিন—এক রাজকীয় শুভ পরিণয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়