‘তুমি যা করে গেলে, হাজার মানুষ মিলেও সেটা পারত না ভাই’
বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
নায়ক জসিমের ছেলে এবং রক ব্যান্ড ‘ওইনড’–এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুলকে নিয়ে এক আবেগী বার্তা দিয়েছেন সংগীতশিল্পী রায়েফ আল হাসান রাফা।
নায়ক জসিমের ছেলে এবং রক ব্যান্ড ‘ওইনড’–এর ভোকালিস্ট, বেজিস্ট ও শব্দ প্রকৌশলী এ কে রাতুলকে নিয়ে এক আবেগী বার্তা দিয়েছেন সংগীতশিল্পী রায়েফ আল হাসান রাফা।
গতকাল রোববার (২৭ জুলাই) রাতুলের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতুলকে নিয়ে এক দীর্ঘ পোস্ট করেছেন তিনি।
পোস্টে রাফা বলেন, ‘হাজার হাজার মানুষ মিলেও যা করতে পারত না, তুমি একাই সেটা করে দেখিয়েছ ভাই। অনেক বছর ধরে তোমাকে চিনতে পেরেছিলাম এটা আমার সৌভাগ্য। তবু এখনও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে তুমি আর নেই।’
তিনি আও লেখেন, ‘যারা তাকে চেনেন না তাদের বলি তিনি শুধু একজন মিউজিশিয়ান, প্রোডিউসার, গায়ক বা ইঞ্জিনিয়ার ছিলেন না, তিনি ছিলেন এক কথায় এক জিনিয়াস। এই দেশের ইতিহাসে অন্যতম সেরা সাউন্ড ইঞ্জিনিয়ার — এ বিষয়ে কোনো সন্দেহ নেই।’
রাফার বলেন, ‘এই অসহনীয় সময়ে আমি প্রার্থনা করি, তার পরিবার যেন কিছুটা হলেও শক্তি খুঁজে পায়। আর তুমি যেন জানো, তুমি আমাদের সবার কাছে কতটা গুরুত্বপূর্ণ ছিলে। বিদায় রাতুল, তোমাকে খুব মিস করব। হয়তো আবার দেখা হবে কোনো একদিন।’