সাতবার সেরা অভিনেত্রী খেতাব পেয়ে দর্শকদের মন জয় করেন ইয়ুমনা
বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
পাকিস্তানের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জাইদি। গত সাত বছর ধরে টানা সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে তিনি শুধু পাকিস্তানের টেলিভিশন শিল্পে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছেন।
পাকিস্তানের বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ইয়ুমনা জাইদি। গত সাত বছর ধরে টানা সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে তিনি শুধু পাকিস্তানের টেলিভিশন শিল্পে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছেন।
২০১৯ সাল থেকে শুরু করে প্রতি বছর তিনি সেরা অভিনেত্রীর সম্মাননা পেয়ে আসছেন। ২০১২ সালে আত্মপ্রকাশের পর থেকেই ধারাবাহিক ও নাাটকে একের পর এক সফল পারফরমেন্স দিয়ে তিনি নিজেকে এক অনন্য অবস্থানে প্রতিষ্ঠিত করেছেন।
ইয়ুমনা জাইদি মোট সাতবার “সেরা অভিনেত্রী” খেতাব অর্জন করেছেন— যেখানে পাঁচবার তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস এবং দুইবার হুম অ্যাওয়ার্ডস জিতে নিয়ে ইতিহাস গড়েছেন। ২০১২ সালে অভিনয়ে আত্মপ্রকাশ করার পর থেকেই ইয়ুমনা একের পর এক সফল নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন।
তবে তার সাফল্যের আসল যাত্রা শুরু হয় ২০১৮ সাল থেকে। সেই বছর “দার সি জাতি হ্যায় সিলা” নাটকে তার অসাধারণ অভিনয়ের জন্য তিনি মর্যাদাপূর্ণ লাক্স স্টাইল অ্যাওয়ার্ডস-এ 'সেরা অভিনেত্রী (বিচারকদের ভোটে)' পুরস্কার জিতে নেন। এটি ছিল তার পুরস্কার জয়ের ধারাবাহিকতার প্রথম ধাপ।
এরপর তার জয়রথ আর থামেনি। ২০২০ সালে “ইনকার” নাটকে অভিনয় করে তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে ‘সেরা অভিনেত্রী (দর্শকের ভোটে)’ পুরস্কার লাভ করেন। ২০২১ সালে “পেয়ার কে সাদকে” নাটকটি তাকে এনে দেয় এক অনন্য সম্মান। একই নাটকের জন্য তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে ‘সেরা অভিনেত্রী (সমালোচকদের বিচারে)’ এবং সেরা অভিনেত্রী ‘(দর্শকের ভোটে)’ এই দুটি পুরস্কারই জিতে নেন।
সর্বশেষ ২০২৩ সালে তিনি “বখতাওয়ার” নাটকের জন্য আবারও একই সম্মান অর্জন করেন। এই নাটকের মাধ্যমে তিনি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে ‘সেরা অভিনেত্রী (সমালোচকদের বিচারে)’ এবং ‘সেরা অভিনেত্রী (দর্শকের ভোটে)’ উভয় ক্যাটাগরিতে পুরস্কৃত হন।
এটি তার ক্যারিয়ারে আরও একটি উজ্জ্বল পালক যোগ করে। এছাড়া ২০২৪ সালে তিনি হুম অ্যাওয়ার্ডসে ‘সেরা অভিনেত্রী (জনপ্রিয়)’ বিভাগে জয়ী হয়ে নিজের মুকুটে আরও একটি নতুন পালক যোগ করেন।