ডেসকোর প্রধান প্রকৌশলী হলেন কুষ্টিয়া পাটিকাবাড়ীর মঈনদ্দিন খান

নিউজ রিপোর্ট: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:০৪, মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী গ্রামের কৃতি সন্তান প্রকৌশলী মোহাম্মদ মঈনদ্দিন খান (মানিক) ঢাকা ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (ডেসকো)-এর প্রধান প্রকৌশলী হিসেবে পদোন্নতি পেয়েছেন। তাঁর এই সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

দীর্ঘ কর্মজীবনে মেধা, নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখে তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেন। এর আগেও তিনি জাতীয় পর্যায়ে ‘বেস্ট কর্মকর্তা’ হিসেবে স্বীকৃতি ও পদক লাভ করেছিলেন, যা তাঁর কর্মদক্ষতার প্রমাণ বহন করে।

এই পদোন্নতির মাধ্যমে তিনি শুধু নিজ পরিবার নয়, পাটিকাবাড়ী গ্রাম ও সমগ্র কুষ্টিয়া অঞ্চলের সম্মান আরও উজ্জ্বল করেছেন বলে মনে করছেন স্থানীয়রা।

পাটিকাবাড়ী গ্রামবাসীর পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। পাশাপাশি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করা হয়েছে—তিনি যেন তাঁর উপর অর্পিত এই গুরুদায়িত্ব সততা, দক্ষতা ও সফলতার সঙ্গে পালন করতে পারেন এবং দেশ ও জাতির কল্যাণে আরও অবদান রাখতে পারেন।

এদিকে, এই সাফল্যের জন্য বিএমএফ টেলিভিশনের পক্ষ থেকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। বিএমএফ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও কুষ্টিয়ার সন্তান রোটারিয়ান জহুরুল ইসলাম এক অভিনন্দন বার্তায় তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়