বাঘায় নিখোঁজ বৃদ্ধের কঙ্কাল উদ্ধার

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:১৯, সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রাজশাহীর বাঘায় পাঞ্জাতন সরকার (৮০) নামের এক নিখোঁজ বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে বাঘা টেলিফোন এক্রচেঞ্জের সামনে বাঁশ ঝাড়ের এক ময়লার ভাগার থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ।

রাজশাহীর বাঘায় পাঞ্জাতন সরকার (৮০) নামের এক নিখোঁজ বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। রোববার (১৮ জানুয়ারি) দুপুর ২টার দিকে বাঘা টেলিফোন এক্রচেঞ্জের সামনে বাঁশ ঝাড়ের এক ময়লার ভাগার থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ।

পাঞ্জাতন সরকার বাঘা পৌরসভার দক্ষিণ মিলিকবাঘা গ্রামের মৃত জব্বার আলী সরকারের ছেলে। জানা গেছে, পাঞ্জাতন সরকার ১ ডিসেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। বিভিন্ন স্থানে খোঁজ করে না পেয়ে বাঘা থানায় তার ছেলে নিখোঁজের একটি সাধারণ ডাইরী করেন।

নিখোঁজের ১ মাস ১৮ দিন পর তার পাশের বাড়ির বজলুর রহমানের হারিয়ে যাওয়া জুতা খুঁজতে গিয়ে নাকে পচা গন্ধ অনুভব করে। এগিয়ে গিয়ে দেখেন একটি কঙ্কাল পড়ে আছে। বিষয়াটি স্থানীয়দের পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থল থেকে বৃদ্ধের কঙ্কালটি উদ্ধার করা হয়।

পাঞ্জাতন সরকারের পড়নের লুঙ্গি, সোয়েটার, পাঞ্জাবি ও লাঠি দেখে পরিবারের লোকজন সনাক্ত করেন। এ বিষয়ে বৃদ্ধের ছেলে হাফিজুল ইসলাম বলেন, আমার বাবা লাঠির উপর ভর করে চলাফেরা করতো।

বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, শুকিয়ে যাওয়া কঙ্কালটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়