সন্ত্রাসীদের হামলায় এক জন র‌্যাব সদস্য নিহত আহত ৩

চট্টগ্রাম প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৫৯, মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ৬ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

জেলার সীতাকুন্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা কালে সন্ত্রাসীদের হামলায় এক জন র‌্যাব সদস্য নিহত এবং ৩ জন গুরুতর আহত ।

জেলার সীতাকুন্ড থানাধীন জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান পরিচালনা কালে সন্ত্রাসীদের হামলায় এক জন র‌্যাব সদস্য নিহত এবং ৩ জন গুরুতর আহত ।

সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬ টায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল মেজর জালিস মাহুমুদ খান এর নেতৃত্বে ৪৩ জন র‌্যাব সদস্য চট্টগ্রাম জেলার সীতাকুন্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল-সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাইকে ঘোষনা দিয়ে আনুমানিক ৪০০/৫০০ জন দুষ্কৃতিকারীরা র‌্যাব সদস্যদের উপর অতর্কিত হামলা চালায়। দুষ্কৃতিকারীরাদের অতর্কিত হামলায় র‌্যাবের চারজন সদস্য গুরুত্বর রক্তাক্ত আঘাত প্রাপ্ত হয়। পরবর্তীতে থানা পুলিশে সহযোগিতায় আঘাত প্রাপ্ত র‌্যাব সদস্য্যদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম সিএমএইচ-এ প্রেরণ করা হয়। চট্টগ্রাম সিএমএইচ-এর জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক জেসিও-১০৭৫৯ নায়েব সুবেদার মোঃ মোতালেব হোসেন ভূঁইয়া মৃত ঘোষনা করেন এবং অপর ৩ জন র‌্যাব সদস্য চট্টগ্রাম সিএমএইচ-এ চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করণের কার্যক্রম চলমান রয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়