সুনামগঞ্জে শিশুদের সাংবাদিকতার হাতেখড়ি

প্রীতম দাস, সুনামগঞ্জ :: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:২৩, সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

​সুনামগঞ্জে ২০ জন স্কুলপড়ুয়া শিশুর অংশগ্রহণে শিশু সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে জেলা সমাজসেবা কমপ্লেক্সের হলরুমে এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মশালার সমাপ্তি ঘটে। কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক সনদপত্র প্রদান করা হয়।
 

​​সুনামগঞ্জে ২০ জন স্কুলপড়ুয়া শিশুর অংশগ্রহণে শিশু সাংবাদিকতা বিষয়ক দুই দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে জেলা সমাজসেবা কমপ্লেক্সের হলরুমে এক সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মশালার সমাপ্তি ঘটে। কর্মশালায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে প্রাতিষ্ঠানিক সনদপত্র প্রদান করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামস শামীমের সভাপতিত্বে এবং সাংবাদিক ছায়াদ হোসেন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সুচিত্রা রায়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. জসীম উদ্দিন এবং হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রশিক্ষক মো. মনির হোসেন।

​প্রধান অতিথির বক্তব্যে সুচিত্রা রায় বলেন, “আমরা প্রযুক্তির এক উন্নত শিখরে বাস করছি। প্রযুক্তি আমাদের কাজ সহজ করলেও এর মাধ্যমে গুজব ও মিথ্যা তথ্য দ্রুত ছড়িয়ে পড়ছে। এই প্রশিক্ষণ শিশুদের বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহ ও উপস্থাপনের কৌশল শেখানোর পাশাপাশি গুজব থেকে দূরে থাকতে সহায়তা করবে।”

​তিনি আরও বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান শিশুদের ভবিষ্যতে সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলবে। বিশেষ করে সুনামগঞ্জে বাল্যবিয়ের প্রবণতা রোধে শিশু সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

​বিশেষ অতিথির বক্তব্যে মো. জসীম উদ্দিন বলেন, “প্রান্তিক শিশুদের অধিকার, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার জন্য এই প্রশিক্ষণ এক অনন্য সুযোগ। এর মাধ্যমে শিক্ষার্থীরা যেমন নিজেরা উপকৃত হবে, তেমনি সমাজ ও রাষ্ট্র তাদের কাছ থেকে ইতিবাচক কিছু পাবে।”

​সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থী জুবিন তালুকদার একটি কবিতা আবৃত্তি করে উপস্থিত সকলকে মুগ্ধ করেন। দুই দিনব্যাপী এই কর্মশালায় সুনামগঞ্জ জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলার স্কুল ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা তাদের অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিশু অধিকার রক্ষায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
​অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়