বাগমারায় শীতার্তদের পাশে দেওয়ান ফাউন্ডেশন ১ হাজার কম্বল বিতরণ

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:৩১, সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দেওয়ান ফাউন্ডেশন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের ৯০তম জন্মবার্ষিকী ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্মরণে অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে দেওয়ান ফাউন্ডেশন।

১৪ জানুয়ারি (বুধবার) বিকেল রাজশাহীর বাগমারা উপজেলার গনিপুর ইউনিয়নের জামালপুর ঈদগাহ মাঠে প্রায় ৪৫০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। বিভিন্ন ইউনিয়নে আরো ৫৫০টি কম্বল বিতরণ শেষ হয়েছে ১৯ জানুয়ারি সোমবার

এই মানবিক উদ্যোগে সহযোগিতা করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের সিনিয়র সায়েন্টিস্ট, জিয়া পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও বাগমারার কৃতিসন্তান ড. জাহিদুন্নবী দেওয়ান শামীম।

দেওয়ান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আ. জলিল এবং সঞ্চালনা করেন রাজশাহী জেলা বিএনপির সাবেক সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা বিএনপি সাবেক সদস্য ও দেওয়ান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক হাবিবুন্নবী দেওয়ান (শাকিল)।

বক্তারা বলেন, “প্রবাসে থেকেও ড. জাহিদুন্নবী দেওয়ান শামীম বাগমারার মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। তার এই মানবিক উদ্যোগ সমাজে অনুকরণীয়।”
তারা আরও জানান, ২০০০ সাল থেকে দেওয়ান ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্য ও সমাজসেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

নির্বাহী পরিচালক হাবিবুন্নবী দেওয়ান (শাকিল) বলেন, “মানুষের কল্যাণে কাজ করাই আমাদের অঙ্গীকার। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য নাজমুল ইসলাম, বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ,

মোহনপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান ও মুরাদসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

স্থানীয় শীতার্তরা কম্বল পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং এই উদ্যোগকে “মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত” বলে অভিহিত করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়