ব্যতিক্রমী চিরকুটে বিএনপি প্রার্থীর প্রচারণা

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৫০, বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৩০ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নির্বাচনী প্রচার শুরু হওয়ার আগেই অভিনব উদ্যোগের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বিএনপির প্রার্থীরা। দেশজুড়েই চলছে এমন তৎপরতা। এরই ধারাবাহিকতায় ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

নির্বাচনী প্রচার শুরু হওয়ার আগেই অভিনব উদ্যোগের মাধ্যমে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন বিএনপির প্রার্থীরা। দেশজুড়েই চলছে এমন তৎপরতা। এরই ধারাবাহিকতায় ঢাকা-১৮ আসনে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন ধানের শীষের প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।

অফিসিয়াল প্যাডে লেখা একটি চিঠির সঙ্গে আলাদাভাবে যুক্ত করা হয়েছে ‘স্যরি’ ও ‘ধন্যবাদ’। সংসদ সদস্য পদপ্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন যেন আগেভাগেই প্রতিবেশীদের কাছে ক্ষমা প্রার্থনার বার্তা পৌঁছে দিচ্ছেন। নির্বাচনী কার্যক্রমকে কেন্দ্র করে নেতাকর্মী ও সমর্থকদের অতিরিক্ত উপস্থিতিতে যাতে উত্তরার ৯ নম্বর সেক্টরের আবাসিক এলাকার বাসিন্দারা কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে সতর্ক থাকার কথাই জানানো হয়েছে ওই চিরকুটে।

একই সঙ্গে নির্বাচিত হওয়ার আগেই জনগণের কাছে নিজের জবাবদিহিতার বিষয়টিও স্পষ্ট করেছেন বিএনপির এই প্রার্থী।

ঢাকা-১৮ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত এলাকা হলো উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, খিলক্ষেত ও তুরাগ থানা। এটি ঢাকার অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত। এই পথ দিয়েই দেশের ২৭টি জেলার সঙ্গে রাজধানীর যোগাযোগ স্থাপিত হয়।

বিমানবন্দর, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা-বাণিজ্যের দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়ায় এই আসনের ভোটারদের প্রত্যাশা ও আগ্রহও ব্যাপক। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও ঢাকায় দলীয় প্রার্থীকে সংসদ সদস্য হিসেবে দেখতে আগ্রহী।

ঢাকা-১৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন জানান, অঞ্চলভিত্তিক সমস্যার সমাধান ও ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে দীর্ঘদিনের স্থানীয় রাজনীতির অভিজ্ঞতা কাজে লাগাতে চান তিনি।

এই আসনে বিএনপির প্রার্থীর বিপক্ষে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এনসিপির আরিফুল ইসলাম আদীব।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়