অনাড়ম্বর আয়োজনে বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশেষ প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৬:২৬, সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৫ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন, স্থানীয় সমস্যা তুলে ধরা এবং গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত বনশ্রী আফতাবনগর প্রেসক্লাব-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। গতকাল ১৮ জানুয়ারি রাতের বেলায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতিভোজের মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন, স্থানীয় সমস্যা তুলে ধরা এবং গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠিত বনশ্রী আফতাবনগর প্রেসক্লাব-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। গতকাল ১৮ জানুয়ারি রাতের বেলায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও প্রীতিভোজের মাধ্যমে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

অনুষ্ঠানে প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব মোয়াজ্জেম হোসেনের উপস্থিতিতে কেক কাটার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর কার্যক্রম শুরু হয়। এ সময় প্রেসক্লাবের সভাপতি মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত উপস্থিত অতিথিদের সঙ্গে নিয়ে কেক কাটেন। কেক কাটায় তার সঙ্গে অংশ নেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটারিয়ান জহুরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট মোহসিন খান, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম রাসেল এবং যুগ্ম সম্পাদক মিজানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাঈদ বাসীর রিপন ও মামুন হোসেন। এছাড়াও প্রেসক্লাবের নির্বাহী সদস্য সাদ্দাম হোসেন এবং সদস্য  সোমা আক্তার অনুষ্ঠানে উপস্থিত থেকে আয়োজনকে প্রাণবন্ত করে তোলেন।

কেক কাটা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বনশ্রী আফতাবনগর প্রেসক্লাব প্রতিষ্ঠার উদ্দেশ্য, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, একটি স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম একটি সুস্থ সমাজ ও গণতন্ত্রের অন্যতম প্রধান ভিত্তি। স্থানীয় পর্যায়ে সাংবাদিকদের জন্য একটি সুসংগঠিত প্ল্যাটফর্ম হিসেবে বনশ্রী আফতাবনগর প্রেসক্লাব ইতোমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে শুরু করেছে।

প্রেসক্লাবের সভাপতি মো. মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত তার বক্তব্যে বলেন, “বনশ্রী ও আফতাবনগর এলাকার সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সম্মান বজায় রাখাই আমাদের মূল লক্ষ্য। এই এক বছরে নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা একটি শক্ত ভিত্তি তৈরি করতে পেরেছি। ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও জনবান্ধব সাংবাদিকতা চর্চার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে চাই।”

সাধারণ সম্পাদক রোটারিয়ান জহুরুল ইসলাম বলেন, “প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি সাংবাদিকদের অধিকার আদায়ের পাশাপাশি সমাজের সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলার একটি প্ল্যাটফর্ম। আগামী দিনে প্রশিক্ষণ কর্মশালা, মতবিনিময় সভা ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।”

ভাইস প্রেসিডেন্ট মোহসিন খান তার বক্তব্যে বলেন, “স্থানীয় সমস্যা, নাগরিক সেবা ও উন্নয়ন ইস্যুতে সাংবাদিকদের আরও সক্রিয় হতে হবে। প্রেসক্লাব সেই সুযোগ তৈরি করবে।”

বিশেষ অতিথিরা তাদের বক্তব্যে বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের ভূয়সী প্রশংসা করেন এবং সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করেন। তারা বলেন, একটি দায়িত্বশীল প্রেসক্লাব স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করতে পারে। গণমাধ্যমকর্মীদের পেশাগত সততা ও নৈতিকতা বজায় রেখে কাজ করার আহ্বানও জানান অতিথিরা।

অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃত্ববৃন্দসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা প্রেসক্লাবের সঙ্গে ভবিষ্যতে সমন্বিতভাবে সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ; তাদের লেখনী ও প্রতিবেদন সমাজের অন্যায়-অবিচার তুলে ধরার পাশাপাশি ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিদের সম্মানে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ প্রীতিভোজে সাংবাদিক, রাজনৈতিক নেতা, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা পারস্পরিক মতবিনিময় করেন এবং প্রেসক্লাবের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে প্রেসক্লাবের নেতৃবৃন্দ জানান, আগামী দিনে বনশ্রী আফতাবনগর প্রেসক্লাব নিয়মিত সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা এবং সামাজিক সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করবে। পাশাপাশি অসচ্ছল সাংবাদিকদের পাশে দাঁড়ানো এবং এলাকার বিভিন্ন সামাজিক সমস্যায় গঠনমূলক ভূমিকা রাখার পরিকল্পনাও রয়েছে।

সব মিলিয়ে, অনাড়ম্বর হলেও আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত বনশ্রী আফতাবনগর প্রেসক্লাবের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান স্থানীয় সাংবাদিক সমাজ ও আমন্ত্রিত অতিথিদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। উপস্থিত সবাই প্রেসক্লাবের উত্তরোত্তর অগ্রগতি ও সফলতা কামনা করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়