বাঘায় র‍্যাবের যৌথ অভিযানে ওয়ান শুটার গান ও ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:২৩, বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ২৩ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রাজশাহীর বাঘা থানাধীন এলাকায় র‍্যাব-৫, রাজশাহীর যৌথ অভিযানে ওয়ান শুটার গান ও মাদকদ্রব্য হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহীর বাঘা থানাধীন এলাকায় র‍্যাব-৫, রাজশাহীর যৌথ অভিযানে ওয়ান শুটার গান ও মাদকদ্রব্য হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানি ও সিপিএসসি-এর যৌথ অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ২টা ২০ মিনিটে বাঘা থানাধীন জোত কাদিরপুর গ্রামের মোঃ রয়েল হোসেন ওরফে রুহেল (২৭)-এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার কাছ থেকে ২টি ওয়ান শুটার গান, ৪টি শর্ট গানের রাবার বুলেট এবং ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত রয়েল হোসেন ওরফে রুহেল (২৭) পিতা মোঃ মজিবর রহমান, সাং-জোত কাদিরপুর, থানা-বাঘা, জেলা-রাজশাহী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তবে উদ্ধারকৃত অস্ত্রের বিষয়ে সে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেনি।

উদ্ধারকৃত অস্ত্র, রাবার বুলেট ও মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাঘা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় বাঘা থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়