আইন উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিসিবি সভাপতি
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া, ভারতে আয়োজিত আসন্ন বিশ্বকাপসহ চলমান বিভিন্ন ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া, ভারতে আয়োজিত আসন্ন বিশ্বকাপসহ চলমান বিভিন্ন ইস্যু নিয়ে অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদীয় বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বিসিবি সভাপতির নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধি দল উপস্থিত রয়েছে।
বৈঠকে আইপিএল ইস্যুতে মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার প্রেক্ষাপট, এর আইনগত ও কূটনৈতিক দিক, পাশাপাশি ভারতে অনুষ্ঠিতব্য আসন্ন বিশ্বকাপে বাংলাদেশ অংশ নেবে কিনা; তা ঘিরে উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া বাংলাদেশ ক্রিকেটের সার্বিক স্বার্থসংশ্লিষ্ট চলমান নানা বিষয়ও এ বৈঠকে আলোচ্য হতে পারে বলে জানা গেছে।