নোয়াখালীকে হারাল ঢাকা, নাসিরের দ্রুততম ফিফটি

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:৪৭, বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬, ২৩ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

তলানীর দুই দলের মুখোমুখি লড়াই। এর মধ্যে ঢাকা ক্যাপিটালস আগে অন্তত একটি ম্যাচ জিতেছিলো। নোয়াখালী এক্সপ্রেস একটি ম্যাচও জেতেনি। আজ দলটির সামনে ছিল প্রথম ম্যাচ জয়ের সুযোগ। কিন্তু এবারও পারলো না তারা। নাসির হোসেনের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে আবারও পরাজয়ের বৃত্তে আটকে থাকলো নোয়াখালী।

তলানীর দুই দলের মুখোমুখি লড়াই। এর মধ্যে ঢাকা ক্যাপিটালস আগে অন্তত একটি ম্যাচ জিতেছিলো। নোয়াখালী এক্সপ্রেস একটি ম্যাচও জেতেনি। আজ দলটির সামনে ছিল প্রথম ম্যাচ জয়ের সুযোগ। কিন্তু এবারও পারলো না তারা। নাসির হোসেনের বিধ্বংসী ব্যাটিংয়ের সামনে আবারও পরাজয়ের বৃত্তে আটকে থাকলো নোয়াখালী।

নোয়াখালী এক্সপ্রেসকে টানা ৫ম হারের স্বাদ দিলো ঢাকা ক্যাপিটালস। হারালো ৭ উইকেটের বিশাল ব্যবধানে। নোয়াখালীর করা ১৩৩ রান তাড়া করতে নেমে ১৪.১ ওভারে (৩৫ বল হাতে রেখে) জয় তুলে নিলো ঢাকা।

৫০ বলে ৯০ রান করে অপরাজিত থাকলেন নাসির হোসেন। চট্টগ্রামের বিপক্ষে ২৩ বলে ফিফটি করেছিলেন রংপুর রাইডার্সের কাইল মেয়ার্স। ২ দিন বাদেই এবার সেই রেকর্ড ভাঙলেন নাসির। ২১ বলের ঝলমলে ফিফটিতে ১০টি চার ও ১টি ছক্কা মেরেছেন নাসির।

১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দারুণ বিপদে পড়েছিল ঢাকা ক্যাপিটালস। শূন্য রানে রহমানুল্লাহ গুরবাজ আউট হয়ে যান। দলীয় ১৪ রানের মাথায় ফিরে যান আবদুল্লাহ আল মামুন। এরপরই মাঠে নেমে ঝড় তুলতে শুরু করেন নাসির হোসেন। যে কারণে ১৪.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ঢাকা ক্যাপিটালস।

৫ ম্যাচ শেসে ২ জয়ে এখন ঢাকার পয়েন্ট ৪। অন্যদিকে একটি ম্যাচও না জেতা নোয়াখালীর পয়েন্ট শূন্য এবং তারা রয়েছে টেবিলের একেবারে তলানীতে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়