প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের ২য় দিন আজ

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:১৭, মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ২২ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি)। আপিলের প্রথম দিনে অর্থাৎ সোমবার (০৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) মোট ৪২টি আবেদন জমা পড়েছে। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক বুথের হিসাব থেকে এ তথ্য জানা যায়।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন আজ মঙ্গলবার (০৬ জানুয়ারি)। আপিলের প্রথম দিনে অর্থাৎ সোমবার (০৫ জানুয়ারি) নির্বাচন কমিশনে (ইসি) মোট ৪২টি আবেদন জমা পড়েছে। সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অঞ্চলভিত্তিক বুথের হিসাব থেকে এ তথ্য জানা যায়।

ইসি সূত্র জানায়, আপিল আবেদন গ্রহণ চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলগুলো নিষ্পত্তি করবে কমিশন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।

ইসির তথ্য অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা মোট ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন। এতে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৪২ জন।

অঞ্চলভিত্তিক হিসাবে দেখা যায়, রংপুর অঞ্চলে ৩টি, রাজশাহীতে ৫টি, খুলনায় ৩টি, বরিশালে ১টি, ময়মনসিংহে ১টি, ঢাকায় সর্বোচ্চ ১৫টি, ফরিদপুরে ৭টি, কুমিল্লায় ৫টি এবং চট্টগ্রামে ২টি আপিল আবেদন জমা পড়েছে। সিলেট অঞ্চলে কোনো আপিল আবেদন হয়নি। তবে কুমিল্লা অঞ্চলে একজন বৈধ প্রার্থীর বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তি আপিল করেছেন বলে জানিয়েছে ইসি।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে সারা দেশের রিটার্নিং কর্মকর্তারা ১৮৪২টি মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩টি মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। ঋণখেলাপি, কর ফাঁকি, ভোটারদের স্বাক্ষরে গরমিল এবং দাপ্তরিক নথিপত্রের ঘাটতির কারণেই মূলত বেশিরভাগ মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ১৯ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পর শুরু হবে প্রতীক বরাদ্দ ও প্রচারণা।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়