কেন্দুয়া হানাদার মুক্ত দিবস পালিত
সাইফুল আলম দুলাল, স্টাফ রিপোর্টারঃ || বিএমএফ টেলিভিশন
৭ ডিসেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এ দিনে পাক সেনারা মুক্তিকামী জনতার প্রতিরোধের মুখে ঠিকতে না পেরে কেন্দুয়া থেকে চলে যেতে বাধ্য হয়।
৭ ডিসেম্বর নেত্রকোণার কেন্দুয়া উপজেলা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের আজকের এ দিনে পাক সেনারা মুক্তিকামী জনতার প্রতিরোধের মুখে ঠিকতে না পেরে কেন্দুয়া থেকে চলে যেতে বাধ্য হয়।
এ উপলক্ষে সকাল ১১টায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও সন্তান কমান্ডের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় এ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
শুরুতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনদের অংশগ্রহণে পুরাতন মুক্তিযোদ্ধা সংসদ ভবন থেকে হানাদার মুক্ত দিবস, সফল হোক, সফল হোক -শ্লোগানে একটি র্যালী বের হয়ে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চিরাং রোডস্থ নতুন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে শেষ হয় ।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি নুরুল হক ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রিফাতুল ইসলাম ।
উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আলী হাসান অলির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম-উল- ইসলাম চৌধুরী, উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ ফারুকী, ডেপুটি কমান্ডার আব্দুল কদ্দুছ লাল চান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বজলুর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দীন আহমেদ খোকন, কেন্দুয়া পৌর বিএনপির সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল হাই সেলিম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক কবিরুল ইসলাম কবির, মুক্তিযোদ্ধা সন্তান শাহাদাৎ হোসেন শুভ্র, গণমাধ্যমকর্মী, শিক্ষক প্রমুখ ।
বক্তরা, নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানানোর জন্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের উপর গুরুত্বারোপ করেন । এ ক্ষেত্রে দল মত নির্বিশেষে সবার এক সাথে কাজ করতে হবে বলেও মনে করেন তাঁরা ।