হোমনায় ভি.পি. ইব্রাহিম ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।

হিমেল জমাদ্দার ইতালি বলোনীয়া প্রতিনিধি:- || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১০:৪৪, সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

কুমিল্লার হোমনায় ভি.পি. ইব্রাহিম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মাসিক মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ এবং চশমা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

কুমিল্লার হোমনায় ভি.পি. ইব্রাহিম ফাউন্ডেশনের উদ্যোগে ফ্রি মাসিক মেডিকেল ক্যাম্প, চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ এবং চশমা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫ তারিখে জয়দেবপুর মাথাভাঙ্গা সাদ্দাম বাজারে আয়োজিত এ ক্যাম্পে স্থানীয় শতাধিক মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন।

চিকিৎসাসেবা প্রদান করেন,ডা. মোঃ রেজাউল করিম, এমবিবিএস, এমডি (রাশিয়া), বিডি (বারডেম), সিপিডি (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন) ডা. মোঃ আমিনুল ইসলাম, প্রোগ্রাম অফিসার, সাজেদা ফাউন্ডেশন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা আলমগীর হোসাইন এবং পরিচালনা করেন মাওলানা কামরুজ্জামান। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে কার্যক্রম সফল করতে সহযোগিতা করেন।পুরো কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দ্বীন মোহাম্মদ রাজু।এটি একটি অরাজনৈতিক সামাজিক ও ধর্মীয় সংগঠন।সংগঠনটি ফ্রি মাসিক চিকিৎসার পাশাপাশি সামাজিক বনায়ন তথা বৃক্ষরোপণ কর্মসূচি, কৃষকদের উন্নয়ন এর জন্য কৃষি কর্মশালা-কৃষি প্রশিক্ষণের ব্যবস্থা, অসহায় ও গরিব মানুষদের অর্থনৈতিক ও অন্যান্য সহায়তা প্রদান, গরিব ও অসহায় রোগীদের চিকিৎসার ব্যবস্থা, গরিব ছাত্র-ছাত্রীদের বৃত্তির ব্যবস্থা, যুবকদের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা সহ এ রকম আরো ২০ টি কর্মসূচি হাতে নেয়া হয়েছে।মানবিক উদ্যোগ হিসেবে এ আয়োজন স্থানীয় এলাকায় ব্যাপক প্রশংসা অর্জন করে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়