কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার মোঃ রিপন মিয়া : || বিএমএফ টেলিভিশন
নেত্রকোনার কলমাকান্দায় ঐতিহাসিক ৭ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় কলমাকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় এ কর্মসূচি পালন করা হয়।
নেত্রকোনার কলমাকান্দায় ঐতিহাসিক ৭ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) সকাল ১১টায় কলমাকান্দা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের তৃতীয় তলায় এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, কলমাকান্দার আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম, এ খায়ের। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল বারী চাঁন মিয়া। আলোচনা সভা সঞ্চালনা করেন মোস্তাক আহমেদ পলাশ।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, সহ-সভাপতি মোঃ আলমগীর তালুকদার, সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন মণ্ডল, উপজেলা যুবদলের আহ্বায়ক জহিরুল ইসলাম জহির, সদস্য সচিব সোলায়মান হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক গোলাম রসুল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসতিয়াক হাসান সৌরভ বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলী প্রমুখ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, বীর মুক্তিযোদ্ধাদের ত্যাগ ও দেশের স্বাধীনতার ইতিহাস তুলে ধরে বলেন, নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
এ সময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন।