ইয়া আল্লাহ, আমাদের নেত্রীকে ফিরিয়ে দাও তারুণ্যের সমাবেশে আবু সাঈদ চাঁদ

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৮:১৭, রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রাজশাহীর বাঘার কেশবপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ মাহফিল ঘিরে এলাকায় সৃষ্টি হয় এক আবেগঘন ও গণজাগরণের পরিবেশ। দোয়া মাহফিলটি মুহূর্তেই রূপ নেয় তারুণ্যের এক মহাসমাবেশে।
 

রাজশাহীর বাঘার কেশবপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ মাহফিল ঘিরে এলাকায় সৃষ্টি হয় এক আবেগঘন ও গণজাগরণের পরিবেশ। দোয়া মাহফিলটি মুহূর্তেই রূপ নেয় তারুণ্যের এক মহাসমাবেশে।

অনুষ্ঠানের প্রধান অতিথি ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক, চারঘাট–বাঘা (রাজশাহী-৬) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আবু সাঈদ চাঁদ তার বক্তব্যে বলেন—

“ইয়া আল্লাহ, আমাদের নেত্রীকে ফিরিয়ে দাও।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেত্রী নন—তিনি বাংলাদেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের প্রতীক। আজ সারা দেশ তার অসুস্থতার জন্য প্রার্থনায় একতাবদ্ধ।

আমরা বিশ্বাস করি—দোয়া, আশা ও মানুষের ভালোবাসা কোনোদিন ব্যর্থ হয় না।”

চাঁদ আরও আহ্বান জানান—
“বেগম জিয়ার সুস্থতার জন্য ঈমানের সাথে দোয়া করুন। আর দেশের মুক্তির জন্য ঐক্যবদ্ধ হোন। এই যাত্রা দেশের মানুষের, এই সংগ্রাম স্বাধীনতার, আর আমাদের লক্ষ্য গণতান্ত্রিক বাংলাদেশ।”

তার বক্তব্যে উপস্থিত জনতা বারবার স্লোগানে মাঠ মুখরিত করে তোলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস. এম. সালাউদ্দিন আহমেদ (শামীম)।
সঞ্চালনা করেন ফিরোজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক, পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি। দোয়া পরিচালনা করেন মাওলানা সাজিদুর রহমান।

মাহফিলে উপস্থিত ছিলেন ফখরুল হাসান (বাবলু)আহ্বায়ক, বাঘা উপজেলা বিএনপি, আশরাফ আলী , সদস্য সচিব, বাঘা উপজেলা বিএনপি
তফিকুল ইসলাম তফি, সাবেক সাধারণ সম্পাদক, বাঘা পৌর বিএনপি,
সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক, বাঘা উপজেলা বিএনপি,
মোখলেছুর রহমান মুকুল, সদস্য, বাঘা উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি, সুরুজ্জামান সুরুজ, সদস্য, বাঘা উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি, সালে আহম্মেদ সালাম, সাবেক আহ্বায়ক, বাঘা উপজেলা বিএনপি,
আব্দুল লতিফ, সাংগঠনিক সম্পাদক, বাঘা পৌর বিএনপি, জুয়েল খান সাবেক আহ্বায়ক যুবদল বাঘা উপজেলা বিএনপি, জাকিরুল ইসলাম বিকুল, সভাপতি, চারঘাট উপজেলা বিএনপি।শফি নেওয়াজ অমল থান্দার ভারপ্রাপ্ত সভাপতি , আব্দুল কাদের মোল্লা সাধারণ সম্পাদক  পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি, হেলাল উদ্দিন রিয়াল মনি গ্রাম ইউনিয়ন সভাপতি বি এখন পি , সজল খান বিশিষ্ট সমাজ সেবক, মোঃ বাবর হোসেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও যুবদল নেতা। 

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের সংকটময় পরিস্থিতিতে বেগম খালেদা জিয়ার নেতৃত্ব অতীব গুরুত্বপূর্ণ। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে তারা দেশবাসীর দোয়া কামনা করেন। বক্তারা আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চললেও জনগণ পরিবর্তনের পক্ষে রয়েছে এবং সেই পরিবর্তনের অগ্রযাত্রায় বাঘা-চারঘাটের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ-জাতির শান্তি, সমৃদ্ধি ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষ মোনাজাত করা হয়। স্থানীয় বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মী, সমর্থক এবং সাধারণ মানুষদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল জনসমুদ্রের আকার ধারণ করে

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়