তারেক রহমানের ৬১তম জন্মদিন আজ
মোঃ আশিক মিয়া (আটপাড়া নেত্রকোনা) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন। এই দিনটি উপলক্ষে দেশে-বিদেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আয়োজন করেছেন দোয়া মাহফিল, কেক কাটা, আলোচনা সভা এবং মানবিক কর্মসূচি।
আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন। এই দিনটি উপলক্ষে দেশে-বিদেশে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আয়োজন করেছেন দোয়া মাহফিল, কেক কাটা, আলোচনা সভা এবং মানবিক কর্মসূচি।
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ২০০৭ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করে দল পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বিএনপির নীতি নির্ধারণ, সাংগঠনিক তৎপরতা ও আন্তর্জাতিক যোগাযোগ বৃদ্ধিতে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য।
জন্মদিন উপলক্ষে সোমবার সকাল থেকে দেশের বিভিন্ন জেলায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং দেশের গণতান্ত্রিক কর্মসূচিতে তাঁর সফলতা কামনা করেন। ঢাকাসহ বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে খাবার, পোশাক ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রবাসেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। যুক্তরাজ্য, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বিএনপি শাখা সংগঠনগুলো ভার্চুয়াল আলোচনা সভা, কেক কাটা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমেও দিনটি ঘিরে উৎসবমুখরতা দেখা গেছে। সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন পোস্ট, ব্যানার, ভিডিওবার্তার মাধ্যমে তারেক রহমানকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন।
নেতাকর্মীরা বলেন, “তারেক রহমান দেশ ও গণতন্ত্রের পুনরুদ্ধারের প্রতীক। তাঁর নেতৃত্বে দল আরও শক্তিশালী এবং সুসংগঠিত হবে।”
জন্মদিনের এই দিনে বিএনপি নেতাকর্মীরা দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতিতে শান্তি, গণতন্ত্র ও জনগণের অধিকারের পক্ষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।