যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া উচিৎ ছিলো সেসব বিষয়ে কাজ করছে না সরকার: রিজভী
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
অন্তর্বর্তীকালীন সরকারের যেসব বিষয় গুরুত্ব দেওয়া উচিত ছিল সেসব বিষয় তারা কাজ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অন্তর্বর্তীকালীন সরকারের যেসব বিষয় গুরুত্ব দেওয়া উচিত ছিল সেসব বিষয় তারা কাজ করছে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রবিবার (১৬ নভেম্বর) সকালে পটুয়াখালী সদর উপজেলা বড়বিঘাই ইউনিয়নে আব্দুল গনি জমাদ্দার এর পরিবারকে সহায়তা শেষে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি বর্তমান সরকারের বেশ কিছু বিষয় নিয়ে সমালোচনা করেন।
রুহুল কবির রিজভী বিভিন্ন রাজনৈতিক দলের পিআর পদ্ধতি ও গণভোটের আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন। বর্তমান পরিস্থিতিতে দেশের ডেঙ্গু পরিস্থিতিসহ জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরকারের আরও দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করেন তিনি।
পটুয়াখালী বড়বিঘাই ইউনিয়ন বৃদ্ধ গনি মিয়ার পরিবার সাত দিন যাবত না খেয়ে আছে; এমন একটি সংবাদ তারেক রহমানের নজরে আসলে রবিবার ‘আমরা বিএনপি পরিবার’র পক্ষ থেকে সহযোগিতা করা হয়।
এ সময় আমরা বিএনপি পরিবারের আহবায়ক আতিকুর রহমান রুমন, সদস্য সচিব মোকছুদুল মোমেন মিঠুন, পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।