মোসাদ্দেক-অদিতির নেতৃত্বে ইবি বিএনসিসি প্লাটুন
ইবি প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনসিসি প্লাটুনে নতুন সার্জেন্ট হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন ক্যাডেট কর্পোরাল মোসাদ্দেক হোসেন ও অদিতি ঢালী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্টরা।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বিএনসিসি প্লাটুনে নতুন সার্জেন্ট হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন ক্যাডেট কর্পোরাল মোসাদ্দেক হোসেন ও অদিতি ঢালী। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে সংশ্লিষ্টরা।
মোসাদ্দেক হোসেন আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং অদিতি ঢালী ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের একই শিক্ষাবর্ষের অধ্যায়নরত।
মোসাদ্দেক হোসেন বলেন, “আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো এবং প্লাটুনকে আরও এগিয়ে নিতে কাজ করবো।”
অদিতি বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় বিএনসিসি প্লাটুনের নারী প্লাটুনে সার্জেন্ট হিসেবে পদোন্নতি পেয়ে আমি গর্বিত।আমাদের সিনিয়র সার্জেন্টদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার পথ অনুসরণ করে আমরা আমাদের প্লাটুনকে আরও উন্নত করতে চেষ্টা করব। আমাদের লক্ষ্য, ক্যাডেটরা জ্ঞান, সততা ও স্বেচ্ছাসেবার মাধ্যমে সবক্ষেত্রে এগিয়ে থাকবে। সবশেষে, এই সুযোগের জন্য মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ।’