যুক্তরাষ্ট্র থেকে ফেরত এলেন ৩৯ বাংলাদেশি

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:২৬, শনিবার, ২ আগস্ট, ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ৩৯ বাংলাদেশি নাগরিককে মার্কিন সামরিক বিমানে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ৭টার পর তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নিউজ টোয়েন্টিফোরকে এ তথ্য জানান।

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত ৩৯ বাংলাদেশি নাগরিককে মার্কিন সামরিক বিমানে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার (২ আগস্ট) সকাল ৭টার পর তাদের বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তাদের মধ্যে একজন নারী রয়েছেন। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা নিউজ টোয়েন্টিফোরকে এ তথ্য জানান।

এর আগে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের এক বার্তায় বলা হয়েছিল, মার্কিন সামরিক বাহিনীর বিমানে করে ৬১ বাংলাদেশিকে ফেরত পাঠানো হচ্ছে। তবে বাংলাদেশে এসেছেন ৩৯ জন বাংলাদেশি।  

পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি সূত্র জানায়, ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির অধীনে তাদের ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।

এর আগে বিভিন্ন সময় আরও ১১৮ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি।

শুক্রবার রাতে ইমিগ্রেশন পুলিশের এক কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে যেসব বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে, তাদের সঙ্গে মানবিক আচরণ করেছে সে দেশের কর্তৃপক্ষ। তাদের কাউকে হাতকড়া পরানো হয়নি। ফেরত পাঠানোর আগের বিভিন্ন স্তরের আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে মানবিক আচরণের বিষয়ে জোর দেওয়া হয়। সে অনুরোধে সাড়াও দিয়েছে যুক্তরাষ্ট্র।

গত জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো শুরু করে ট্রাম্প প্রশাসন। ভারত, ব্রাজিলসহ অনেক দেশের নাগরিকদের হাতকড়া পরিয়ে ফেরত পাঠানো হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়