জাহিদ হাসানের চোখে মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড
বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
চিত্রনায়ক মান্নাকে হারানোর ১৭ বছর পার হলেও কমেনি তার জনপ্রিয়তা ও আবেদন। আজও বাংলা সিনেমাপ্রেমীদের হৃদয়ে অমলিন এই নায়কের স্মৃতি। প্রয়াত মান্নার সঙ্গে ছিলেন অভিনেতা জাহিদ হাসানের গভীর সখ্যতা। তার চোখে মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড।
চিত্রনায়ক মান্নাকে হারানোর ১৭ বছর পার হলেও কমেনি তার জনপ্রিয়তা ও আবেদন। আজও বাংলা সিনেমাপ্রেমীদের হৃদয়ে অমলিন এই নায়কের স্মৃতি। প্রয়াত মান্নার সঙ্গে ছিলেন অভিনেতা জাহিদ হাসানের গভীর সখ্যতা। তার চোখে মান্না ছিলেন বাংলাদেশের জেমস বন্ড।
সম্প্রতি গণমাধ্যমে মান্নার সঙ্গে হলিউড ও লন্ডন সফরের স্মৃতি তুলে ধরেন জাহিদ হাসান। সেখানে তিনি বলেন, ‘একবার এক অনুষ্ঠানে উপস্থাপনা করছিলাম। তখন বলেছিলাম—মান্না ভাইকে দেখে মনে হয়, উনি বাংলাদেশের পিয়ার্স ব্রসনান। তাকে দেখে জেমস বন্ড মনে হয়েছে আমার কাছে, কথাটা তাকেও বলেছিলাম।’
শিল্পীদের নিয়ে গর্ব করেই কথা শেষ করেন এই অভিনেতা, ‘আমাদের দেশের শিল্পীদের বড় করে দেখতে ভালো লাগে। আমি কেন ছোট করে দেখব?’
মান্নার সঙ্গে লন্ডন সফরের একটি মজার ঘটনার কথাও স্মরণ করেন তিনি। জাহিদ হাসান বলেন, ‘লন্ডনে একবার উনার সঙ্গে সফরে গিয়েছি। হঠাৎ রাতে বললেন, ভাইজান তুমি এসো। গিয়ে দেখি—উনি ভাত খেতে চাইছেন, মাছ দিয়ে। কয়েক দিন বার্গার-ফাস্টফুড খেয়ে ক্লান্ত। তারপর বলেন, “এই যে এখানে।” দেখি আমরা চারশ কিলোমিটার রওনা হলাম ভাত খেতে! আমি বললাম, মান্না ভাই, ভাতের জন্য এত দূর যেতে হবে? উনি হেসে বললেন, “বুঝ না, ভাত খাব তো!” এই ছিলেন মান্না ভাই—একজন প্রাণোচ্ছল, সরল মানুষ।’
উল্লেখ্য, ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন জনপ্রিয় এই চিত্রনায়ক।