পীরগাছায় স্বামীকে বাঁচাতে স্ত্রীর আকুতি,চিকিৎসা পেলেই সুস্থ হয়ে উঠবেন ক্যান্সার আক্রান্ত শাহাদুল-

হাবিবুর রহমান , পীরগাছা উপজেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:৪০, মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের পীরগাছায় সদর ইউনিয়নের অনন্তরাম কসাইটারী গ্রামের শহর উল্লার ছেলে পীরগাছা বাজারের গোশত ব্যবসায়ী শাহাদুল ইসলাম (৫৫) প্রায় দেড় বছর ধরে থ্রোট ক্যান্সারে ভূগছেন। তবে ছয়মাস ধরে একেবারেই বিছানা নিয়েছেন তিনি। হাটাচলা, বসে থাকা এমনকি স্পষ্ট কোন কথাও ঠিকমতো বলতে পারেন না শাহাদুল। ইশারায় চলে তার প্রতিদিনকার কার্যক্রম। যেটুকু সহায় সম্বল ছিল তার চিকিৎসার পেছনে ব্যয় হয়েছে। বাড়িভিটা নাই বললেই চলে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এখন শয্যাশায়ী। ফলে আয়ের কোন উৎস না থাকায় মানবেতর জীবনযাপন করছে এই পরিবার।

শাহাদুলের বড় মেয়ে শাহনাজ বেগম জানান, প্রায় দেড় বছর আগে তার বাবা অসুস্থবোধ করলে রংপুরে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেন। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন তার বাবার থ্রোট ক্যান্সার হয়েছে। সঠিক চিকিৎসা পেলে তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে চিকিৎসার ব্যয়ভার প্রচুর। প্রায় ৭-৮ লক্ষ টাকা লাগবে তার বাবার চিকিৎসা করাতে। কিন্তু দারিদ্রতাই বাঁধ সেজেছে। 

ক্যান্সার আক্রান্ত শাহাদুলের একমাত্র ছেলে স্থানীয় দুধিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করছে।

প্রতিবেশী কবির হোসেন ও আলেয়া বেগম বলেন, শাহাদুলের চিকিৎসা করাতে প্রায় ৭-৮ লক্ষ টাকা প্রয়োজন। এতো টাকা জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব। এখন পর্যন্ত সরকারি বা অন্যকোন প্রতিষ্ঠান থেকে চিকিৎসার জন্য কোন সাহায্য সহযোগিতা পাননি বলে জানান তারা।  

শাহাদুলের স্ত্রী রহিমা বেগম সমাজের বিত্তবান, রাজনৈতিক ও রাষ্ট্রের দায়িত্বশীলদের নিকট সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর মাধ্যম নগদ নম্বর-০১৭৭৩৩৮৮০৬৬,অগ্রণী ব্যাংক পীরগাছা শাখার হিসাব নম্বর-১৭০৬৯।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়