ছাতক সীমান্তে বিএসএফের পুশইন করা ২০ নাগরিক বিজিবির হাতে আটক

জামরুল ইসলাম রেজা ছাতক উপজেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:২৯, মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ১০ আষাঢ় ১৪৩২
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি


ছাতকের  নোয়াকোট  বিওপি'র  আওতাধীন  বাগানবাড়ি সীমান্ত দিয়ে বিএসএফ কর্তৃক ২০ নাগরিককে পুশইন করা হয়েছে। মঙ্গলবার ২৪ জুন ভোরে নারী- পুরষ,শিশু সহ ২০ নাগরিককে পুশইন করেছে  ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী 
বিএসএফ। পুশইনকৃত সকলেই বাংলাদেশী নাগরিক। যারা ইতোপূর্বে অবৈধভাবে বিভিন্ন সময়ে ভারতে গিয়ে বসবাস শুরু করেন।

নোয়াকোট বিওপি'র আওতাধীন বাগানবাড়ি সীমান্ত এলাকা থেকে বিজিবি'র একটি টহল দল ৩ পরিবারের মোট ২০ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে ।  মঙ্গলবার সকালে তাদের আটক করে বিজিবি'র টহল দল। আটককৃতদের মধ্যে রয়েছেন পুরুষ ৬ জন,নারী ৮ জন ও শিশু ৬ জন। আটক পরিবারের সদস্যরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।  

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮বিজিবি'র) অধিনায়ক লেঃ কর্নেল মো.নাজমুল হক।

ছাতক নোয়াকোট বিওপি'র হাবিলদার  মো.কবির আহমদ  জানান, পুশইনকৃত আটক ২০ জনকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়