‘সিঙ্গেল মাদার হিসেবে একটা আলাদা সংগ্রাম আছে’
বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
কেয়া আল জান্নাহ একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী, যিনি সম্প্রতি 'এখানে রাজনৈতিক আলাপ জরুরি' সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং তার অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। তিনি মডেলিং থেকে অভিনয়ে এসেছেন এবং সামাজিক মাধ্যমে সক্রিয়।
কেয়া আল জান্নাহ একজন বাংলাদেশী মডেল ও অভিনেত্রী, যিনি সম্প্রতি 'এখানে রাজনৈতিক আলাপ জরুরি' সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে পরিচিতি লাভ করেছেন এবং তার অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে। তিনি মডেলিং থেকে অভিনয়ে এসেছেন এবং সামাজিক মাধ্যমে সক্রিয়।
গত শুক্রবার মুক্তি পাওয়া ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ সিনেমায় অভিনয় করেছেন মডেল কেয়া আল জান্নাহ। আহমেদ হাসান পরিচালিত ছবিতে তার অভিনয় পছন্দ করছেন দর্শক। গতকাল শনিবার দুপুরে তার সঙ্গে কথা বলেছে একটি গণমাধ্যম। সেখানে তিনি জানা-অজানা কিছু গল্প শোনায়।
বিনোদন অঙ্গনে কাজের ক্ষেত্রে পরিবার থেকে কী ধরনের সহযোগিতা পান? এমন উত্তরে তিনি বলেন, আমি একজন সিঙ্গেল মাদার। আমার ছেলের বয়স সাড়ে পাঁচ বছর। ছেলেকে বড় করার ক্ষেত্রে আমার পরিবার অসাধারণ সহযোগিতা করেছে। শুটিংয়ে যাওয়ার সময় আব্বা-আম্মা, ভাই-বোন, ভাবির কাছে ছেলেকে রেখে যেতে হয়। এই সহযোগিতা আমার জন্য অনেক বড় শক্তি। আমার পরিবারের চৌদ্দগুষ্টিতে কেউ বিনোদন অঙ্গনে কাজ করেনি। সিঙ্গেল মাদার হিসেবে একটা আলাদা সংগ্রাম তো আছেই। ছেলেকেও বুঝিয়ে কাজে যেতে হয়। তবে কয়েক বছরের অভ্যাসে সে–ও বুঝে গেছে, তার মা কাজ করে, শুটিংয়ের কারণে কয়েক দিন ঢাকার বাইরে থাকতে হয়।
একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করছি। এটি উৎসবের জন্য নির্মিত হচ্ছে। সালজার আহমেদ পরিচালিত ছবিটির নাম ‘বোবা’। প্রায় ২০ মিনিট দৈর্ঘ্যের এ ছবিতে আমি একমাত্র চরিত্রে অভিনয় করেছি।
২০১৬ সালে লালমাটিয়া কলেজে বিবিএ থার্ড ইয়ারে পড়ার সময় আগ্রহ থেকে সুপারমডেল প্রতিযোগিতায় অংশ নিয়ে এবং সেরা দশে জায়গা করে নেন। কয়েক বছর পর স্টিল ফটোশুটের মডেল হিসেবে কাজ শুরু করেন। এরপর ধীরে ধীরে বিজ্ঞাপনচিত্রে আসেন। আমার প্রথম বিজ্ঞাপনচিত্র ছিল আদনান আল রাজীবের সঙ্গে ‘দেশাল’-এর একটি বিজ্ঞাপন, সম্ভবত ২০২১ বা ২০২২ সালে।