মেহেরপুরে তিন ইটভাটায় পাঁচ লক্ষ টাকা জরিমানা

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:২০, রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরের গাংনী, সদর ও মুজিবনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তিনটি ইটভাটায় পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১৭ জানুয়ারি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর আনসারী এবং জয়া ধর মুমু’র নেতৃত্বে সদর উপজেলার সুবিদপুর এলাকার খান ব্রিকস এবং মুজিবনগর উপজেলার জবা ব্রিকস নামক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

মেহেরপুরের গাংনী, সদর ও মুজিবনগর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তিনটি ইটভাটায় পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার (১৭ জানুয়ারি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর আনসারী এবং জয়া ধর মুমু’র নেতৃত্বে সদর উপজেলার সুবিদপুর এলাকার খান ব্রিকস এবং মুজিবনগর উপজেলার জবা ব্রিকস নামক ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

উক্ত দুটি ইট ভাটা কোন লাইসেন্স বা অনুমোদন ছাড়াই ইট প্রস্তুত করার উদ্দেশ্যে মাটি কেটে ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ৫নং ধারা লঙ্ঘনের অপরাধে ২টি ইটভাটায় মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, গাংনী উপজেলার বামন্দী এলাকায় আরএফএল ব্রিকসে সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এসময় আরএফএল ব্রিকসকে ফিক্সড চিমনি এবং জ্বালানি হিসাবে কাঠ ব্যবহারের অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬/১৬ ধারায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়