বাঘায় সরেরহাট মহাশ্মশানের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়িতে অবস্থিত সরেরহাট মহাশ্মশানের নবনির্মিত ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) এক আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই উন্নয়নমূলক কাজের সূচনা করা হয়।
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়িতে অবস্থিত সরেরহাট মহাশ্মশানের নবনির্মিত ভবনের ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) এক আনন্দঘন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে এই উন্নয়নমূলক কাজের সূচনা করা হয়।
সরেরহাট মহাশ্মশান কমিটির সভাপতি ধীরেন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জননেতা জনাব আবু সাঈদ চাঁদ।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব বাবু রথীন্দ্রনাথ দত্ত। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক এস এম সালাউদ্দিন আহমেদ শামীম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই জনপদে শ্মশানের উন্নয়ন কাজ সম্পন্ন হলে সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের একটি সমস্যার সমাধান হবে। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে চাই।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, মোঃ নুরুজ্জামান খান মানিক, সদস্য, রাজশাহী জেলা বিএনপি ও সাবেক সভাপতি, বাঘা উপজেলা বিএনপি,
মোঃ জাকিরুল ইসলাম বিকুল, সভাপতি, চারঘাট উপজেলা বিএনপি ও সাবেক মেয়র, চারঘাট পৌরসভা,
মোঃ তফিকুল ইসলাম তফি, সাধারণ সম্পাদক, বাঘা পৌরসভা বিএনপি,
,অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, সভাপতি, বাউসা ইউনিয়ন বিএনপি,
মোঃ মামুন আল হক, সাধারণ সম্পাদক, রাজশাহী জেলা মৎস্যজীবী দল,
মোঃ ইমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক, গড়গড়ি ইউনিয়ন বিএনপি
,মোঃ আল আমিন জমাদার, সদস্য, রাজশাহী জেলা যুবদল, মোঃ মাসুদ করিম টিপু, সদস্য, বাঘা উপজেলা বিএনপি ও সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী,মোঃ ডাবলু সরকার, বিশিষ্ট সমাজসেবক ও বিএনপি নেতা।
এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শ্মশান কমিটির অন্যান্য সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই ছাদ ঢালাইয়ের মাধ্যমে শ্মশানটির অবকাঠামোগত উন্নয়নে এক নতুন ধাপ সূচিত হলো।