দৈনিক সংগ্রাম পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:১৫, রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৪ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরে জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলা মডেল মসজিদ হলরুমে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেহেরপুরে জাতীয় দৈনিক সংগ্রাম পত্রিকার ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টার দিকে সদর উপজেলা মডেল মসজিদ হলরুমে আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দৈনিক সংগ্রামের মুজিবনগর উপজেলা প্রতিনিধি খাইরুল বাশারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আকতারুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর মাও তাজউদ্দীন খান।

এছাড়াও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইলিয়াস হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারি ইকবাল হুসাইন, রাজনৈতিক সেক্রেটারি মাও. রুহুল আমিন, মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোযাম্মেল আযম, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক মন্টু, মুজিবনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স, বিটিভি প্রতিনিধি আল আমিন, স্টার নিউজ টেলিভিশনের ব‍্যুরো চিফ রাশেদুজ্জামান প্রমুখ।

এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়