বাঘায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৪১, শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩ মাঘ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রাজশাহীর বাঘায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বাঘা উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ স্কুল মাঠে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহীর বাঘায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বাঘা উপজেলা জিয়া পরিষদের উদ্যোগে মোজাহার হোসেন মহিলা ডিগ্রি কলেজ স্কুল মাঠে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়ার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. আব্দুল লতিফ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) ধানের শীষের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম।

শোক সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব কৃষিবিদ মনোয়ার হোসেন এনাম, জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) কৃষিবিদ হাবিবুর রহমান, রাজশাহী মহানগর জিয়া পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার ড. আকতার হোসেন, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, রাজশাহী স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুদুর রহমান লিটন, রাজশাহী জেলা ছাত্রদলের আহবায়ক এস এস সালাউদ্দিন আহমেদ শামীম সরকার, রাজশাহী জেলা যুবদলের সদস্য আল আমিন জমাদার।

আরো উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির সদস্য সচিব আশরাফুল ইসলাম মলিন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, নুরুজ্জামান খান মানিক, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, বাঘা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম বাঘা উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল গণি, বাঘা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, বাঘা উপজেলা কৃষকদলের আহবায়ক সেলিম আরিফ, বাঘা উপজেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার শাপলাসহ প্রমুখ।

দোয়া মাহফিলে কৃষিবিদ মনোয়ার হোসেন এনাম বলেন- “কৃষি বাঁচলে, বাঁচবে দেশ সবার আগে বাংলাদেশ দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি নির্ভর দেশকে স্বনির্ভর বাংলাদেশ গড়তে, সবার প্রতি ঐক্যের আহবানও রাখেন তিনি। স্মৃতিচারণকালে প্রধান বক্তার বক্তব্যে চাঁদ বলেন, গনতন্ত্র প্রতিষ্ঠায় যারা আন্দোলন-সংগ্রাম করেছেন তার মধ্যে অন্যতম ছিলেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। নেত্রীর আর্দশ ধারণ করেই ঐক্যের ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়তে হবে। তিনি আরো বলেন, আমাদের নেত্রী দেশপ্রেম, গনতন্ত্র রক্ষা এবং আপোষহীনতায় বিশ্বে দৃষ্টান্ত হয়ে থাকবে। যিনি শেষ নিশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত বাংলার মাটি আকড়ে ধরেছিলেন। নেতৃত্ব ও মাতৃত্বের অনন্য গুনাবলী নিয়ে যার জীবনযাত্রা। বাংলার প্রতিটি জনগণকে মাতৃত্বের ভালবাসা দিয়ে যিনি আগলে রেখেছিলেন। গৃহিণী থেকে যিনি বাংলাদেশের জনগণের রাণী হিসেবে সবার অন্তরে স্থান করে নিয়েছেন । সেই মহীয়সী নারী, গনতন্ত্রের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। মহান আল্লাহ তায়ালার নিকট নেত্রীর জন্য জান্নাতের উত্তম মাকাম কামনা করেন তিনি। পরিশেষে হাফেজ মওলানা আবু বকর সিদ্দিকের পরিচালনায় বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়