সন্ত্রাসী হামলায় আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

সোহারাফ হোসেন সৌরভ, সাতক্ষীরা প্রতিনিধি : || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩২, শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২৬ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শরিফুজ্জামান সজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোর্শেদ মিলন, মো. রাজিবুল ইসলাম রাজিব, সাদ্দাম হোসেন, খালিদ হাসান সুমন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলি হাসান খান হাবলু, সদস্য সচিব আজিজুল রহমান সেলিম, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন আপিল, আহ্বায়ক গোলাম সরোয়ারসহ জেলা, উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

বিক্ষোভ মিছিলটি সাতক্ষীরা সঙ্গীতা মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চায়না বাংলা মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলে অংশগ্রহণকারীরা বাংলাদেশ জিন্দাবাদ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং অবিলম্বে আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় নেতৃবৃন্দ বলেন, আজিজুর রহমান মুসাব্বির ছিলেন একজন ত্যাগী, সাহসী ও জনপ্রিয় সংগঠক। তাঁর নির্মম হত্যাকাণ্ড দেশের গণতন্ত্রকামী মানুষের জন্য গভীর শোক ও ক্ষোভের কারণ। তাঁরা এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়