সশস্ত্র বাহিনীসহ ১৬ সংস্থার সঙ্গে বৈঠক ইসির

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:১২, রবিবার, ১১ জানুয়ারি, ২০২৬, ২৭ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬টি সংস্থার সঙ্গে বৈঠক করেছে।

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সশস্ত্র বাহিনীসহ ১৬টি সংস্থার সঙ্গে বৈঠক করেছে।

ইসি আবুল ফজল মো. সানাউল্লাহর নেতৃত্বে আজ রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় আইনশৃঙ্খলা বাহিনীর ১৬ সংস্থার প্রতিনিধিদের সঙ্গে নির্বাচন কমিশন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এতে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিভিন্ন বাহিনীর মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রায় ঘণ্টাব্যাপী এ বৈঠক চলে।

এদিকে নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজ দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে। সকাল ১০টা থেকে শুরু হয় শুনানি কার্যক্রম; যা চলবে বিকাল ৫টা পর্যন্ত।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়