মুজিবনগরের মহাজনপুরে কলা বোঝাই পিকআপ উল্টে শ্রমিক নিহত, আহত ২
মেহেরপুর প্রতিনিধি রাশেদ খান || বিএমএফ টেলিভিশন
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন।
মেহেরপুরের মুজিবনগর উপজেলার মহাজনপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক ৬টা ২৫ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম হুমায়ুন (৩৫), পিতা—বাদশা। আহতরা হলেন মো. সাজু (২৫), পিতা—মৃত সদর আলী এবং মো. সাজিদুল (৩০), পিতা—মো. ফিরোজ আলী। তারা সবাই মহাজনপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাদ আলী (৪৫)—পিতা মোহাম্মদ শামসুল হক, সাং মোনাখালী, থানা মুজিবনগর—নিজ মালিকানাধীন ৩ টনের একটি পিকআপ ভ্যান (রেজি. নং: ঢাকা মেট্রো-ন ১৯-৭৮৩৯) নিয়ে কলা বোঝাই করে শ্রমিকদের নামানোর উদ্দেশ্যে মহাজনপুরের দিকে রওনা দেন। পথে কোমরপুর গ্রাম অতিক্রম করে হাজী মশিউরের ইটভাটার সামনে পৌঁছালে একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে পিকআপটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এ সময় পিকআপের ওপর থাকা ৫–৬ জন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অপর দুই শ্রমিক বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “বিষয়টি আমরা জেনেছি। এটি একটি নিছক দুর্ঘটনা। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”