মুজিবনগরে বালিবোঝায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নিহত

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:১৯, শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২৬ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

মেহেরপুরের মুজিবনগরে বালি বোঝায় ট্রাকের চাপায় বাঁধন মন্ডল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মেহেরপুরের মুজিবনগরে বালি বোঝায় ট্রাকের চাপায় বাঁধন মন্ডল (২৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার দুপুর আড়াইটায় মুজিবনগর উপজেলার ভবেরপাড়া–সোনাপুর সড়কের মধ্যবর্তী স্থানে, মৃত অনিল মন্ডলের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাঁধন মন্ডল ভবেরপাড়া গ্রামের শিবাস্তিন মন্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, মুজিবনগরের ভবেরপাড়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগে কেদারগঞ্জ বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাঁধন মন্ডল। পেছনদিক থেকে বালি বোঝাই ট্রাককে সাইড দিতে গেলে পাশে রাখা বালিতে সে পিছলে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরতর আহত হয়। তাকে উদ্ধার করে দ্রুত মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করে থানায় হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়