গোপালপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ
আউলাদ হোসাইন, নিজস্ব সংবাদ || বিএমএফ টেলিভিশন
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে সাহেবনগর গ্রামের কৃতি সন্তান সৌদি প্রবাসী মো মাহবুর রহমান এর আর্থিক সহযোগীতায় ও মোঃ হাবিব সরকার এর তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়।
গত ৮ জুন রোজ রবিবার বিকাল ৩ঘটিকায় গোপালপুর উচ্চ বিদ্যালয়ে কিছু শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন আলহাজ্ব রফিকুল ইসলাম মিঠু, এসআই মনির হোসেন সরকার, প্রভাসক আবুল বাশার, গোপালপুর উচ্চ বিদ্যালয় সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, এসআই মোঃ শাহিন মিয়া, অর্থ মন্ত্রণালয় কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন, আবুল কালাম রমজান, মোহাম্মদ নাফিস ইকবাল, নাসির উদ্দিন সরকার সাগর, মো সুমন মিয়া, হেলাল সরকার সহ অনেকে।
সৌদি প্রবাসী মো মাহবুর রহমান এর এই উদ্যোগে স্কুলের প্রধান শিক্ষক ও অন্যান্য অতিথিরা সহ তত্ত্বাবধায়ক মোঃ হাবিব সরকার বলেন গ্রামের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে ড্রেস বিতরণ একটি মহৎ উদ্যোগ। এরকম উদ্যোগ শিক্ষাবিস্তারে ভূমিকা পালন করার পাশাপাশি শিক্ষার্থী ঝরে পড়া রোধ ও কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করবে বলে আশা প্রকাশ করেন।