ভালুকায় জাম খেতে গিয়ে প্রান হারালেন ফায়ার সার্ভিসের রতন
ইমন সরকার ভালুকা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ময়মনসিংহের ভালুকায় জাম গাছে উঠে পড়ে মাহমুদুল হাসান রতন (৪৫) নামে ফায়ার সার্ভিসের এক সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৪ জুন) দুপুরে উপজেলার চাপরবাড়ি গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় উপজেলার চাপরবাড়ি গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মাহমুদুল হাসান রতন দুপুরের দিকে রতন জাম পাড়ার জন্য বাড়ির পাশে একটি ছোট গাছে ওঠেন। হঠাৎ অসতর্কতাবশত হাত ফঁসকে তিনি নিচে একটি মাছের খামারে পড়ে যান। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর মাহমুদুল হাসান রতন মারা যান।
প্রতিবেশী ও মাদরাসার শিক্ষক মোজাহিদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মাহমুদুল হাসান রতন ফায়ার সার্ভিসের একজন গাড়িচালক ছিলেন। মঙ্গলবার তিনি ছুটিতে বাড়ি আসেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে
মাহমুদুল হাসান রতনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, সহকর্মী এবং এলাকাবাসী একজন দায়িত্ত্বশীল ও প্রিয়জনকে হারিয়ে শোকাহত।