প্রবাসীরা দেশে এসে যত দিন রেজিস্ট্রেশন ছাড়াই ফোন ব্যবহার করতে পারবেন
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
প্রবাসীরা দেশে ছুটি কাটাতে এসে এখন থেকে ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়া নিজস্ব স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। তবে দেশে ৬০ দিনের বেশি অবস্থান করলে মোবাইল ফোন বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে।
প্রবাসীরা দেশে ছুটি কাটাতে এসে এখন থেকে ৬০ দিন পর্যন্ত রেজিস্ট্রেশন ছাড়া নিজস্ব স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। তবে দেশে ৬০ দিনের বেশি অবস্থান করলে মোবাইল ফোন বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে।
গত সোমবার (১ ডিসেম্বর) সচিবালয়ে বৈধভাবে মোবাইল ফোন আমদানির শুল্কহার কমানোসহ বিভিন্ন বিষয়ে এনবিআর, বাণিজ্য মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বিটিআরসির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সভায় জানানো হয়, বিএমইটি রেজিস্ট্রেশন কার্ডধারী প্রবাসীরা মোট তিনটি স্মার্টফোন দেশে আনতে পারবেন। অর্থাৎ ব্যবহৃত হ্যান্ডসেট সঙ্গে রেখে অতিরিক্ত আরও দুটি নতুন ফোন আনলে তার ওপর কোনো কর দিতে হবে না। তবে চতুর্থ ফোন আনলে কর দিতে হবে।
যাদের বিএমইটি কার্ড নেই, তারা নিজের ব্যবহারের ফোন ছাড়াও অতিরিক্ত একটি ফোন করমুক্তভাবে আনতে পারবেন। এ ক্ষেত্রে ক্রয়কৃত মোবাইলের বৈধ কাগজপত্র সাথে রাখতে হবে—কারণ বিদেশি বিমানবন্দরে চোরাচালানিরা প্রবাসীদের মাধ্যমে মোবাইল ও স্বর্ণ পাচারের চেষ্টা করে থাকে।
সভায় স্মার্টফোনের বৈধ আমদানিতে শুল্ক উল্লেখযোগ্য হারে কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে বৈধ পথে মোবাইল আমদানির শুল্ক প্রায় ৬১ শতাংশ। শুল্ক কমালে বৈধ পথে আমদানিকৃত স্মার্টফোনের দাম কমে আসবে বলে আশা করা হচ্ছে।
তবে আমদানি শুল্ক কমালে স্থানীয় কারখানার উৎপাদনও টিকিয়ে রাখতে শুল্ক ও ভ্যাট সমন্বয়ের প্রয়োজন হবে। বর্তমানে দেশে ১৩-১৪টি মোবাইল ফ্যাক্টরি উৎপাদন করছে। এ বিষয়ে এনবিআর, বিটিআরসি ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।
সতর্কতা: নিজের নামে রেজিস্টারড সিম ব্যবহার করুন
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইবার অপরাধ, অনলাইন স্ক্যামিং, জুয়া বা মোবাইল ব্যাংকিং–সংক্রান্ত অপরাধে কেউ যাতে আপনার নামে নিবন্ধিত সিম ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। নিজের অজান্তে নিবন্ধিত সিম ব্যবহারের কারণে যেকোনো অপরাধে জড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে।