গুলির খোসা উদ্ধার
রূপগঞ্জে ফেইসবুকে অশ্লীল মন্তব্য করায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫
রুপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি:হাবিবুল্লাহ মীর || বিএমএফ টেলিভিশন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৯নম্বর ওয়াড রসুলপুর এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অশালীন মন্তব্যকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে। গত ৭ডিসেম্বর ররিবার রাত ২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার ৯নম্বর ওয়াড রসুলপুর এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অশালীন মন্তব্যকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ ৫ জন আহত হয়েছে। গত ৭ডিসেম্বর ররিবার রাত ২টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তারাবো পৌরসভার রসুলপুর এলাকার সুজাত আলীর ছেলে সাকিবুল হাসান গত সপ্তাহে রূপগঞ্জ মানবাধিকার সংস্থার সদস্য পদে নির্বাচিত হন। এ নিয়ে তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্ট করেন। সেখানে একই এলাকার আবু দায়েন প্রধানের ছেলে মাহিম অশালীন মন্তব্য করেন। এরই জের ধরে গত রবিবার রাত ১১টার দিকে সাকিবুল হাসান ও মাহিমের মধ্যে বাক্বিত-া ও ধাক্কাধাক্কি হয়। রাত ২টার দিকে উভয়পক্ষের লোকজন পিস্তল ও দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয়পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করা হয়। সংঘর্ষে শহিদুল ইসলাম(২০) গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় উভয়পক্ষের আরও ৪জন আহত হয়েছে। আহত সাকিবুল হাসান(২২), মাহিম(২৪), সাইফুল ইসলাম(২৫), রাকিবুল ইসলামকে(২৪) ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জ থানা ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক। পৃথক দুইটি মামলার প্রস্তুতি চলছে।