জয়ার মন্তব্যে বিরক্ত পরিচালক

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:৩৬, মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

প্রবীণ বলিউড অভিনেত্রী জয়া বচ্চন সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি যে ভাষা ব্যবহার করেছেন, তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। পাপারাজ্জিদের ছবি তোলার ধরণ এবং পোশাক-আশাক নিয়ে তিনি তীব্র বিরক্তি প্রকাশ করেন। তবে জয়ার এই মন্তব্যকে পেশার অপমান হিসেবে দেখছেন পরিচালক অশোক পণ্ডিত।
 

প্রবীণ বলিউড অভিনেত্রী জয়া বচ্চন সম্প্রতি একটি অনুষ্ঠানে সাংবাদিকদের প্রতি যে ভাষা ব্যবহার করেছেন, তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। পাপারাজ্জিদের ছবি তোলার ধরণ এবং পোশাক-আশাক নিয়ে তিনি তীব্র বিরক্তি প্রকাশ করেন। তবে জয়ার এই মন্তব্যকে পেশার অপমান হিসেবে দেখছেন পরিচালক অশোক পণ্ডিত।

তার মতে, জয়ার মন্তব্যে এক ধরণের অভিজাতসুলভ ঔদ্ধত্যের ছাপ রয়েছে। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে পাপারাজ্জিদের লক্ষ্য করে জয়া বচ্চন সরাসরি প্রশ্ন তোলেন, ‘এরা মিডিয়া? আমিও একজন সাংবাদিকের মেয়ে।’

তার কথায়, ‘সুতরাং ভালো করে জানি মিডিয়া, সাংবাদিক কাদের বলে। নোংরা পোশাক পরে চলে আসে, হাতে চারটে ফোন নিয়ে। উদ্ভট প্রশ্ন করে। নানা ধরনের মন্তব্য করে। এদের কী করে সাংবাদিক বলা যায়?’

স্বনামধন্য সাংবাদিক তরুণ ভাদুড়ীর মেয়ে হিসেবে বর্তমান চিত্রসাংবাদিকতার এই সংস্কৃতি মেনে নিতে পারছেন না জয়া। বাবার প্রসঙ্গ টেনে এনে তিনি বারবার প্রকাশ্যে নিজের বিরক্তি প্রকাশ করেছেন।

পরিচালক অশোক পণ্ডিত জয়া বচ্চনের এই মন্তব্যে ভীষণভাবে ক্ষুব্ধ। তিনি জয়ার মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘পাপারাজ্জিদের ঝাঁপিয়ে পড়ে ছবি তোলার প্রবণতা নিয়ে সমালোচনা করা এক জিনিস। কিন্তু তার জন্য চিত্রসাংবাদিকতার পেশাকে অপমান করা কি ঠিক?’

অশোকের দাবি, জয়ার মতো ইন্ডাস্ট্রির একজন অভিজ্ঞ সদস্যের কাছ থেকে এমন শ্রেণিবৈষম্যমূলক মন্তব্য একেবারেই কাম্য নয়। তিনি জানান, ‘পাপারাজ্জিদের জন্য জয়ার এই মন্তব্য থেকে একটা অভিজাতসুলভ ঔদ্ধত্যের দুর্গন্ধ পাওয়া যায়।’

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়